• ঢাকা
  • বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ মার্চ, ২০২১
সর্বশেষ আপডেট : ২২ মার্চ, ২০২১

গোয়ালন্দে ইয়াবাবড়িসহ তরুন গ্রেপ্তার ১

অনলাইন ডেস্ক

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ  মো. কাউসার ফকির (২২) নামের এক তরুণকে ৩০টি ইয়াবা বড়ি সহ গ্রেপ্তার করেছে। সে দৌলতদিয়ার শাহাদৎ মেম্বার পাড়ার মো. সামাদ ফকিরের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (২১ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে দৌলতদিয়া সোরাপ মন্ডলের পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গোয়ালন্দ ঘাট থানায় দায়েরকৃত এজহার সূত্রে জানা যায়, থানার এস.আই ইকবাল আহমেদ খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ রোববার রাত সাড়ে ৮টার দিকে দৌলতদিয়া সিনেমা হল রোড সংলগ্ন সোরাপ মন্ডল পাড়ার জাহিদুল টেলিকমের সামনের পাঁকা রাস্তা থেকে ৩০টি ইয়াবাবড়ি সহ তাকে গ্রেপ্তার করে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

সোমবার গোয়ালন্দ ঘাট থানায় গ্রেপ্তারকৃত কাউসার ফকিরের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮, ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দিয়ে রাজবাড়ীর আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

  • অপরাধ এর আরও খবর