Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. রাজনীতি
  6. আলোচিত খবর

দৌলতদিয়ায় ইউপি চেয়ারম্যানের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, মানববন্ধন

রাজবাড়ী মেইল ডেস্ক
২২ মার্চ ২০২১, ৫:৫৯ অপরাহ্ণ

Link Copied!

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য আব্দুর রহমান মন্ডলের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে সোমবার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ব্যানারে ঢাকা-খুলনা মহাসড়কের ইউপি কার্যালয়ের সামনে সোমবার বেলা ১১টা থেকে ১১.৩০ মিনিট পর্যন্ত দুই পাশ জুড়ে দাঁড়িয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত শুক্রবার (১৯ মার্চ) দিবাগত রাতে গোয়ালন্দ বাজার আওয়ামী লীগ কার্যালয় থেকে সভা শেষ করে রাত পৌনে ৯টার দিকে আব্দুর রহমান দৌলতদিয়া ইউপির বেপারী পাড়ার বাড়ি ফেরার পথে সন্ত্রাসীদের হামলায় গুরুতর আহত হন। বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কজনক অবস্থায় চিকিৎসাধীন আছেন।

সোমবার ইউনিয়নের বাসিন্দা, দলীয় নেতাকর্মী ও পরিবারের লোকজন বেলা ১১টায় বিক্ষোভ শেষে মানববন্ধন করে। এসময় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বক্তব্য রাখেন দৌলতদিয়া ইউপির প্যানেল চেয়ারাম্যান আব্দুল গনি মন্ডল, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব হাবিবুর রহমান, ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি আব্দুর রহিম, রহমানের ছোট চাচা লুৎফর রহমান মন্ডল, ভাগনি এসমোতারা খাতুন, ইউপি সচিব তৈয়বুর রহমান প্রমূখ। বক্তারা আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবী জানান।

প্রসঙ্গত, গত শুক্রবার রাতে দলীয় সভা শেষে আব্দুর রহমান মায়ের ওষুধ কিনে বাড়ির উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার মাত্র ৫০০গজ দূর ঘোনাপাড়া পৌছালে সন্ত্রাসীরা হামলা করলে তিনি মোটরসাইকেল থেকে পড়েই মরা নদীর দিকে দৌড় দেন। সন্ত্রাসীরা পিছনে ধাওয়া করে এলোপাথারী কুপিয়ে মারাত্মকজখম করে। আশপাশের লোকজন চিৎকার করলে গ্রামবাসী জড়ো হলে তারা পালিয়ে যায়। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়াবীর দ্রুত ঘটনাস্থলে পৌছে তাঁকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ হাসপাতাল পরে অবস্থা বেগতিক দেখে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় রহমানের বহনকারী মোটরসাইকেল চালক কাওছার ও পিছনে থাকা নিকট স্বজনও আহত হন।

পরদিন শনিবার আব্দুর রহমানের আপন চাচাতো ভাই আরিফ মন্ডল বাদী হয়ে গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জলকে প্রধান আসামী করে ১৬জনকে চিহিৃত এবং অজ্ঞাত ৭জনকে আসামী করে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পুলিশ মামলা দায়েরের আগেই শনিবার ভোরে পৌর আ.লীগের প্রচার সম্পাদক লিয়াকত হোসেনকে কুমড়াকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে।

গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত এজাহারভুক্ত ৬নম্বর আসামী হিসেবে লিয়াকত হোসেনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে। এজাহারভুক্ত বাকি আসামীদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

রাজবাড়ীতে কৃষকদের ফের দেওয়া হলো প্রণোদনার পেঁয়াজবীজ

‘গোয়ালন্দ সাংবাদিক ফোরাম’ এর আহ্বায়ক হেলাল মাহমুদ, সদস্য সচিব মোজাম্মেল হক

রাজবাড়ীতে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

গোয়ালন্দে ইউএনওকে বিদায় সংবর্ধনা

গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়ীতাকে সংবর্ধনা

গোয়ালন্দে ব্যবসায়ী হত্যায় গ্রেপ্তার খুনির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রাজবাড়ীতে প্রণোদনার পেঁয়াজবীজ না গজানোয় চার হাজার কৃষকের মাথায় হাত, পুনর্বাসনের দাবি

হয়রানি বন্ধে পাংশার বিলপাড়া গ্রামে এলাকাবাসীর মানববন্ধন

গোয়ালন্দে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গোয়ালন্দে পুলিশের চেকপোস্টে ৪৭ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার ১

কামরুল হাসান সভাপতি, মনিরুল হক সম্পাদক নির্বাচিত; বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা