Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

গোয়ালন্দে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান

রাজবাড়ী মেইল ডেস্ক
২৮ জুলাই ২০২৫, ১০:৫৪ অপরাহ্ণ

Link Copied!

মইনুল হক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১০ টায় গোয়ালন্দ উপজেলা মডেল মসজিদের সম্মেলন কক্ষে এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসন, উপজেলা সমাজ সেবা কার্যালয় ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানে শতাধিক নারী-পুরুষ যুবক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের প্রথম পর্বে ভিডিও কনফারেন্সে জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে লাখো কন্ঠে শপথ পাঠের কেন্দ্রীয় অনুষ্ঠানে সংযুক্ত করা হয় এবং দ্বিতীয় পর্বে সমাজগঠনে নারী ও শিশুর সুরক্ষা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহিদুর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিনের সঞ্চালনায় এ সময় অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা আইসিটি বিষয়ক কর্মকর্তা মো. নিজাম উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠানে জুলাই-আগষ্ট আন্দোলনে নিহতদের আত্নার মাগফেরাত কামনায় ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। আলোচনা শেষে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মো. নাহিদুর রহমান।

মন্তব্য করুন
আরও পড়ুন