নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ “মন সুন্দর যার, সেই রাখে দেশ পরিষ্কার” শ্লোগান ধারণ করে ‘ভালোবাসার গোয়ালন্দ’ নামক সামাজিক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে শুক্রবার রাতে আলোচনা সভা, জন্মদিনের কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধক হিসেবে ছিলেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম।
‘ভালোবাসার গোয়ালন্দ’ এর সভাপতি মো. মিশকাত ও সংগঠনের উপদেষ্টা মো. জসিমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি মো. নিজাম উদ্দীন শেক, সাবেক সভাপতি সুলতান-নূর ইসলাম মুন্নু, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, গোয়ালন্দ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মোল্লা, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. সিদ্দিক মিয়া, গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল হাসান মিঠু, গোয়ালন্দ পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক মোক্তার হোসেন প্রমূখ।
সংগঠনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সন্ধ্যায় আলোচনা সভা, রাত সাড়ে ৮টায় কেক কাটা শেষে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয়দের পাশাপাশি ফরিদপুর ও ঢাকা থেকে আগত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। গভীররাত পর্যন্ত উপস্থিত দর্শক অনুষ্ঠান উপভোগ করেন।