Rajbarimail.com
ঢাকা, বুধবার , ৭ মে ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. অপরাধ
  5. রাজনীতি
  6. অপরাধ

গোয়ালন্দে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় কৃষকলীগ নেতা, ইউপি সদস্য গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
৬ মে ২০২৫, ৮:০৮ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন প্রামানিককে (৬২) গ্রেপ্তার করেছে। তিনি গোয়ালন্দ উপজেলা কৃষকলীগ সভাপতি এবং উপজেলার উজানচর ইউনিয়নের নবুওছিমদ্দিন পাড়ার মৃত ইমান আলী প্রামানিকের ছেলে। সোমবার দুপুরে তাকে শহরের গোয়ালন্দ বাসষ্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করে বিকেলেই রাজবাড়ীর আদালতে প্রেরণ করেছে।

পুলিশ জানায়, গোয়ালন্দ ঘাট থানায় ছাত্র আন্দোলনের শিক্ষার্থী উপজেলার অন্তারমোড় এলাকার বাসিন্দা শরিফুল ইসলাম বাদী হয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গত ১০ ডিসেম্বর রাতে মামলা(নং-১০) করেন। শরিফুল ইসলাম রাজবাড়ী টেকনিক্যাল এন্ড কলেজের শিক্ষার্থী ও গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের অন্তারমোড় এলাকার শাহজাহান শেখ এর ছেলে।

মামলায় উল্লেখ করা হয়, গত বছর ৪ আগষ্ট গোয়ালন্দ বাসষ্ট্যান্ড থেকে ঢাকা-খুলনা মহাসড়কে আন্দোলন করছিল। আন্দোলনকারীরা মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বর হয়ে রেলগেট এলাকায় পৌছলে এজাহারভুক্ত আসামীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করে। এতে বেশ কয়েকজন আহত হয়। আহতদের কেউ হামলাকারীদের বাধায় হাসপাতালে চিকিৎসা নিতে পারেনি।

মামলায় গোয়ালন্দ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম মন্ডল, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সুজ্জলসহ ৫৯ জনকে এজাহারভুক্ত আসামি করা হয়। এছাড়া মামলায় অজ্ঞাত আরো ৩০০ থেকে ৪০০ জনকে আসামি করা হয়। গ্রেপ্তারকৃত আবুল হোসেন প্রামানিক এজাহারভুক্ত আসামি ছিলেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, বৈষম্যবিরোধী শিক্ষার্থীর দায়েরকৃত মামলার এজাহারভুক্ত আসামি উপজেলা কৃষকলীগের সভাপতি ও উজানচর ইউনিয়ন পরিষদের সদস্য আবুল হোসেন প্রামিনককে আজ সোমবার দুপুরের দিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁকে সোমবার বিকেলেই আদালতের মাধ্যমে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দে যৌনপল্লি থেকে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেপ্তার

পাংশায় যুবদল কর্মীকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা, জিজ্ঞাসাবাদের জন্য একজন আটক

দৌলতদিয়ায় পদ্মা নদীর ২৮ কেজির কাতল বিক্রি হলো অর্ধ লক্ষাধিক টাকায়

রাজবাড়ীতে দুই স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে দালালের মাধ্যমে সৌদি গিয়ে তিন মাস ধরে নিখোঁজ দুই ভাই, আদালতে মামলা

গোয়ালন্দে মালয়েশিয়া প্রবাসী হত্যার ঘটনায় পাবনা থেকে দুই আসামি গ্রেপ্তার

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মানববন্ধন ও বিক্ষোভ, গোয়ালন্দে ইউএনও’র অপসারণ দাবি

গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম পেলেন আইজিপি ব‍্যাজ

রাজবাড়ীতে প্রতিষ্ঠা হতে যাচ্ছে কাঙালিনী সুফিয়া একাডেমি ও জাদুঘর

রাজবাড়ীতে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় আ.লীগের দুই নেতা গ্রেপ্তার

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় গোয়ালন্দে হত্যা, ডাকাতি মামলার আসামি ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৩

বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে খুন হন জিহাদ- আদালতে প্রধান আসামির স্বীকারোক্তি