নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ী গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের জমিদার ব্রিজ এলাকা থেকে ৩০ বোতল নিষিদ্ধ ফেনসিডিল জব্দ করেছে গোয়ালন্দ মোড় আহলাদীপুর হাইওয়ে থানা পুলিশ। তবে এ সময় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিবাগত রাতে হাইওয়ে থানার উপরিদর্শক (এস. আই) জুয়েল শেখ সঙ্গীয় ফোর্স সহ রাত্রিকালীন ডিউটি করা সময় জমিদার ব্রিজের পাশে এটি পরিত্যক্ত ব্যাগ দেখতে পায়। পরে ব্যাগটি খুলে তারা দেখতে পান তার মধ্যে মধ্যে ৩০ বোতল ফেনসিডিল রয়েছে। উক্ত ফেনসিডিল গুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়। তবে এ ঘটনায় ঘটনাস্থলে কাউকে খুঁজে পাওয়া যায়নি বলে পুলিশ কাউকে আটক করতে পারেনি।
আহলাদীপুর হাইওয়ে থানার ওসি শামীম শেখ জানান, পরিত্যক্ত ব্যাগ থেকে উদ্ধারকৃত ফেনসিডিল গুলোকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় কাউকে না পেয়ে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ব্যাপারে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।