Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. রাজনীতি
  7. অপরাধ

পাংশায় আ.লীগের নেতাকর্মীদের বাড়িতে হামলা-ভাঙচুর, আতঙ্কিত এলাকাবাসী

রাজবাড়ী মেইল ডেস্ক
১২ ফেব্রুয়ারি ২০২৫, ৭:৫১ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, পাংশা, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশা উপজেলার কলিমহরে মঙ্গলবার রাতে বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা। এতে ১৪টি বাড়ি ক্ষতিগ্রস্ত, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। আতঙ্কগ্রস্ত ওই সব পরিবারের অধিকাংশ মানুষ এলাকা ছাড়া।

আহতরা হলেন উপজেলার কলিমহল ইউনিয়নের বসা কুষ্টিয়া গ্রামের আব্দুল আজিজ শেখের ছেলে রুবেল শেখ ও এলাকার ইয়াসিন আলী শেখ এর পুত্রবধু মনছুরা খাতুন। তাদেরকে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ফরিদপুর নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বসা কুষ্টিয়া গ্রামের ভুক্তভোগী ক্ষতিগ্রস্ত মমিন মন্ডলের স্ত্রী রেনু খাতুন সাংবাদিকদের বলেন, আমার স্বামী একটি ডিস লাইনের ব্যবসা করতো। ৫ আগষ্টের পর সেটি বেদখল হয়ে যায়। ১৫-২০ দিন আগে পুকুরে বিষ প্রয়োগ করে সকল মাছ মেরে ফেলে। এরমধ্যে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে দুর্বৃত্তরা আমাদের বাড়িতে অতর্কিতভাবে হামলা ও ভাঙচুর চালায়।

রতিবেশী ফজলু মন্ডল জানান, তাদের ঘরের আলমাড়িতে থাকা নগদ দেড় লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করেছে দুর্বৃত্তরা। পলাশ মন্ডল নামের আরেকজনের বাড়ি-ঘরে হামলা শেষে তার দোকানেও হামলা চালিয়ে নগদ টাকাসহ মালামাল লুট করে নিয়ে যায়। হামলার শিকার অধিকাংশ স্থানীয় আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

নাম প্রকাশে অনিচ্ছুক বসা কুষ্টিয়া ও চর কলিমহর এলাকার কয়েকজন জানান, মঙ্গলবার রাত ৮টার পর থেকে ৯টা পর্যন্ত ৫০-৬০ জন রামদা, চাপাতি, কোড়ালসহ দেশীয় অস্ত্র নিয়ে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এমন পরিবারে হামলা ও ভাঙচুর চালায়। দুর্বৃত্তদের হামলায় বসা-কুষ্টিয়া গ্রামের মমিন মন্ডল, জহির মন্ডল, জাহিদ শেখ, আনিস আহম্মেদ মানিক, আবু শেখ, সাবু শেখ, ইয়াসিন আলী শেখ, নিজাম মোল্লা, আব্দুল আজিজ শেখ এবং চর-কলিমহর গ্রামের সাইদুর রহমান, ওহাব মন্ডল, সিদ্দিকুর রহমান, ফজলু মন্ডল, খলিল মন্ডল এর বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।

এরমধ্যে সাইদুর রহমান কলিমহর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ড আ.লীগের সভাপতি এবং ওহাব মন্ডল ওই ওয়ার্ডের যুবলীগের সাধারণ সম্পাদক। ৫ আগষ্টের পর এসব পরিবারের অধিকাংশ মানুষ হামলা আতঙ্কে বাড়ি ছাড়া। মঙ্গলবার রাতে হামলা ও ভাঙচুরের পর এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, রাতে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। ৪-৫টি বাড়িতে এবং কয়েকটি বাড়ির গেট ভাঙচুর হয় বলে তিনি দাবি করেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দাখিল করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ

পাংশায় ছয় বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, কলা বাগান ধ্বংস

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা