নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ দুই মাসের ছুটিতে বাড়ি এসেছিলেন সেনাবাহিনীর সদস্য মো. আজিজুল বেপারী (২৬)। কাল বুধবার কর্মস্থল সিলেট সেনানিবাসে যোগ দেওয়ার কথা ছিল তাঁর। জরুরি কিছু কাজ করতে বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে রাজবাড়ী শহরে যাচ্ছিলেন তিনি। পথে এক পথচারীকে বাঁচাতে গিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই আজিজুলের মৃত্যু হয়।
মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের নতুন রাস্তা এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। সে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের বারবাকপুর গ্রামের মোস্তফা বেপারীর ছেলে। দুর্ঘটনায় তাঁর বন্ধু মোটরসাইকেল চালক নয়ন শেখ (২৫) ও পথচারী হাসান শেখ (৮০) গুরুতর আহত হয়েছেন। তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় নাদের মোল্লা জানান, বিকেল পাঁচটার দিকে বাড়ির কাছে নতুন রাস্তা থেকে মহাসড়কে ওঠছিলেন আজিজুল। বিপরিত দিক থেকে আসা গাড়ি অতিক্রম করে সামনে থাকা পথচারী হাসান শেখকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল স্বজোড়ে গাছের সাথে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই আজিজুল মারা যান। গুরুতর আহত রাজবাড়ী পৌরসভার শ্রীপুর এলাকার নয়ন শেখ ও হাসান শেখকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা রাজীব দে বলেন, সন্ধ্যার দিকে মৃত অবস্থায় সেনাসদস্য আজিজুল ব্যাপারীকে আনা হয়। এ সময় হাসান শেখ ও নয়ন শেখ নামের দুজনকে গুরুতর আহত অবস্থায় আনা হয়। উন্নত চিকিৎসার জন্য তাঁদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আজিজুলের চাচা তাজেল মিজি বলেন, অসুস্থ্য স্ত্রীর চিকিৎসা করাতে দুই মাসের ছুটিতে বাড়িতে এসেছিলেন আজিজুল ব্যাপারী। চিকিৎসা শেষে চাচাতো ভাইয়ের বিয়ের কেনাকাটা করতে বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে রাজবাড়ী শহরে যাচ্ছিলেন। পথে এক পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। কাল বুধবার তাঁর কর্মস্থল সিলেট সেনানিবাসে যাওয়ার কথা ছিল।
গোয়ালন্দ মোড় আহ্লাদিপুর হাইওয়ে থানার ওসি পুলিশ পরিদর্শক মো. শামিম শেখ বলেন, হাসপাতাল থেকে সেনা সদস্য আজিজুল ব্যাপারীর লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। গুরুতর আহত মোটরসাইকেলচালক নয়ন শেখ ও পথচারী হাসান শেখকে ফরিদপুর মেডিকেলে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।