Rajbarimail.com
ঢাকা, শুক্রবার , ১৩ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ

রাজবাড়ীর পদ্মা পাড়ে পিটিয়ে হত্যা করা হলো রাসেলস ভাইপার

রাজবাড়ী মেইল ডেস্ক
২৬ জুন ২০২৪, ৮:৫১ পূর্বাহ্ণ

Link Copied!

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলরা দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার পদ্মা নদীর পাড়ে পিটিয়ে হত্যা করা হলো রাসেলস ভাইপার। গত সোমবার বিকেলে স্থানীয় কয়েকজন গোসল করতে গেলে রাসেলস ভাইপার দেখতে পেয়ে পিটিয়ে মেরে ফেলে। স্থানীয় লোকজন পিটিয়ে হত্যার পর নিশ্চিত হয় এটি বিষধর প্রায় তিন ফুট লম্বা রাসেলস ভাইপার। পরে মৃত সাপটি স্থানীয়রা পদ্মা নদীতে ভাসিয়ে দেন।

প্রত্যক্ষদর্শী গোয়ালন্দ পৌরসভা এলাকার বাসিন্দা শুকুর আলী মোল্যা বলেন, দৌলতদিয়া ৩নম্বর ফেরি ঘাট পন্টুনের পাশে বসে তিনি বরশি দিয়ে মাছ শিকার করছিলেন। পন্টুনের অদূরে গোসল করতে ছিলেন কয়েকজন। এমন সময় একটি সাপ সাঁতরে আসতে দেখে সবাই চিৎকার দিয়ে নদীর পাড়ে উঠে বসেন। এসময় স্থানীয়রা দেখেন বিষধর সাপটি মানুষের সাথে রাস্তায় উঠে আসছে। তাৎক্ষনিক কয়েকজন লাঠি দিয়ে পেটাতে শুরু করে। শরীরে অজগর সাপের মতো চকরা-বকরা। সাপটি যেভাবে তেড়ে আসছিল আমরা সবাই ভয় পেয়েছিলাম। পরে স্থানীয় লোকজন জানালো এটি রাসেলস ভাইপার।

সাপটি পিটিয়ে হত্যায় অংশ নেন ফেরি ঘাট এলাকার বিপ্লব শেখ নামের এক তরুন। বিপ্লব শেখ বলেন, বিকেল ৪টার দিকে আমরা ৩-৪জন মিলে পদ্মা নদীতে বর্ষার নতুন পানিতে গোসল করতে যাই। পাশেই গোসল করতে ছিলেন আরো কয়েক নারী। এসময় দূর থেকে একটি বড় সাপ আমাদের দিকে আসতে দেখে ভয়ে আমরা সবাই নদীর পাড়ে উঠে যাই। সাপটি আমাদের সাথে নদীর পাড়ে রাস্তায় উঠে আসে। এসময় প্রথমে এক ব্যক্তি দৌড়ে লাঠি এনে সাপটি পেটাতে থাকে। পরে আমরাও তার সাথে যোগ দেই। এসময় দেখি এটি রাসেলস ভাইপার।

রাসেলস ভাইপার কিভাবে বুঝলেন জানতে চাইলে বলেন, প্রতিদিন ফেসবুক, ইন্টারনেট দেখছি। রাসেলস ভাইপার এখন আতঙ্কের নাম। বিষধর এমন সাপ দেখে আমরা চারজন মিলে পিটিয়ে মেরে ফেলি। ফেরিঘাট সড়কের মাথায় মাটি খুড়ে সাপটি পুতে রাখতে চেয়েছিলাম। স্থানীয় মুরুব্বীরা বারণ করায় পরে সাপটিকে ফেরির ওপর থেকে পদ্মা নদীতে ফেলে দেই। সাপটি মারার সময়ও যেভাবে মাথা উচুঁ করে কামড় দিতে আসছিল এতে সবাই আরো বেশি ভয় পাই। যেখানে পিটিয়ে মারা হয় সেখানে ডিটারজেন্ট পাউডার দিয়ে ধুইয়ে ফেলিছি।

দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল রাসেলস ভাইপার নিশ্চিত করে বলেন, ফেরিঘাট এলাকার কয়েকজন প্রায় তিন ফুট লম্বা রাসেলস ভাইপার পিটিয়ে মেরেছে। সাপটি মারতে ৬০-৭০টি আঘাত করতে হয়েছে। রাসেলস ভাইপার এখন আতঙ্কের নাম হয়ে। পদ্মার পাড়ের মানুষ ভাঙন আতঙ্কে আছে। নতুন করে যোগ হয়েছে রাসেলস ভাইপার আতঙ্ক। আমরা দৌলতদিয়া বাসী এখন কোথায় যাবো। সবাইকে আরো বেশি সতর্ক ও সাবধানে চলাচলের পরামর্শ দিচ্ছি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আ.লীগ ও যুবলীগের চার নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে দুইদিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন

কালুখালীতে রসুন খেত থেকে কৃষকের লাশ উদ্ধার

ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

রাজবাড়ীতে কৃষকদের ফের দেওয়া হলো প্রণোদনার পেঁয়াজবীজ

‘গোয়ালন্দ সাংবাদিক ফোরাম’ এর আহ্বায়ক হেলাল মাহমুদ, সদস্য সচিব মোজাম্মেল হক

রাজবাড়ীতে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

গোয়ালন্দে ইউএনওকে বিদায় সংবর্ধনা

গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়ীতাকে সংবর্ধনা

গোয়ালন্দে ব্যবসায়ী হত্যায় গ্রেপ্তার খুনির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রাজবাড়ীতে প্রণোদনার পেঁয়াজবীজ না গজানোয় চার হাজার কৃষকের মাথায় হাত, পুনর্বাসনের দাবি

হয়রানি বন্ধে পাংশার বিলপাড়া গ্রামে এলাকাবাসীর মানববন্ধন