Rajbarimail.com
ঢাকা, শুক্রবার , ১৩ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ

শহর ছেড়ে ঈদ যাত্রায় গ্রামমুখী মানুষ, দৌলতদিয়ায় লঞ্চে ভিড়

রাজবাড়ী মেইল ডেস্ক
১৪ জুন ২০২৪, ৬:০০ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দ, রাজবাড়ীঃ আর কয়েকদিন পর মসুলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা। প্রিয়জনের সাথে ঈদ করতে শহর ছেড়ে গ্রামে ছুটতে শুরু করেছে মানুষ। দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী অধিকাংশ মানুষ মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে ফেরির চেয়ে লঞ্চে নদী পাড়ি দিচ্ছেন। আর এসব মানুষের ভিড় পড়ছে রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চ ঘাটে। আগের চেয়ে অনেকটা স্বস্তিতেই তারা বাড়ি ফিরতে পারছন বলে অনেকের অভিমত।

রাজধানী ছেড়ে গ্রামের বাড়ি গোপালগঞ্জ যাচ্ছেন মঞ্জুরুল ইসলাম। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকুরী করেন। বৃহস্পতিবার সকালে পরিবারসহ গ্রামের বাড়ি ফেরার পথে কথা হয় দৌলতদিয়া লঞ্চ ঘাটে। এসময় তিনি বলেন, পদ্মা সেতু চালুর পর দুই বছর ধরে আমরা অনেকটা স্বস্তিতেই বাড়ি ফিরতে পারছি। আজ সকালে রওয়ানা করে সড়ক পথে গাড়ির কিছুটা চাপ ছাড়া তেমন কোন সমস্যায় পড়িনি। এখন ঘাট থেকে সহজে বাড়ি ফিরতে পারলে আমাদের জন্য ভালো।

সাভারের একটি করপোরেট প্রতিষ্ঠানের মানব সম্পদ বিভাগে চাকুরী করেন মো. সাদ্দাম হোসেন। লঞ্চ থেকে নামার পর তিনি বলেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এই অবদানের জন্য অনেক শান্তশিষ্ট পরিবেশে ঈদ যাত্রায় বাড়ি ফিরতে পারছি। এখন পর্যন্ত কোথাও কোন সমস্যায় পড়তে হয়নি। ঈদ করতে গ্রামের দাদা বাড়ি ফরিদপুরের মধুখালী যাচ্ছি। তবে আগেভাগে রওয়ান করেও লঞ্চে ভিড় পেলাম।

বৃহস্পতিবার সকালে দীর্ঘক্ষণ দৌলতদিয়া লঞ্চ ঘাটে অপেক্ষা করে দেখা যায়, পাটুরিয়া ঘাট ছেড়ে আসা প্রতিটি লঞ্চে যাত্রীদের ভিড়। সাধারণের চেয়ে কয়েকগুন বেশি যাত্রী বহন করা হচ্ছে। এসময় পন্টুনে দাঁড়িয়ে থাকা ফায়ার সার্ভিসের সদস্যরা যাত্রীদের নামানোর ক্ষেত্রে সহযোগিতা করছেন। সার্বিক বিষয় তদারকি করছেন বিআইডব্লিউটিএর দায়িত্বরত কর্মকর্তারা।

বিআইডব্লিউটিএর ট্রাফিক বিভাগের পরিদর্শক মো. জাকির হোসেন বলেন, ঈদ যাত্রীরা যাতে নির্বিঘেœ বাড়ি ফিরতে পারে এজন্য দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ছোট-বড় মিলে ২০টি লঞ্চ চালু রয়েছে। আজ সকাল থেকে যাত্রীদের চাপ বেড়েছে। ঈদের ছুটিতে এখনই মানুষজন শহর ছেড়ে গ্রামের বাড়ি ফিরতে শুরু করছে।

এদিকে ফেরি ঘাটে ঢাকামুখী যানবাহনের তেমন কোন চাপ দেখা যায়নি। দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী পরিবহনের চাপ পাটুরিয়া ঘাটে থাকায় ফেরিগুলো দৌলতদিয়া ঘাটে বেশিক্ষণ অপেক্ষা না করেই দ্রুত ছেড়ে যাচ্ছে। দুই-চারটি যানবাহন যা আসছে সাথে সাথেই তারা ফেরিতে উঠে পাটুরিয়ায় চলে যাচ্ছে। এ ছাড়া কোরবানীর পশুবাহি গাড়ির সংখ্যাও তুলনামূলক কমে গেছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক মো. সালাহ উদ্দিন বলেন, বুধবার সকাল ৬টার থেকে আজ বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘন্টায় প্রায় আড়াই হাজার যানবাহন দৌলতদিয়া ঘাট দিয়ে পাড়ি দিয়েছে। এরমধ্যে পাঁচ শতাধিক শুধু পশুবাহি গাড়িই ছিল। আজ দিনের বেলায় পশুবাহি গাড়ির চাপ কমে অনেকটা স্বাভাবিক হয়েছে। বর্তমানে এই নৌপথে ছোট-বড় মিলে ১৮টি ফেরি চলাচল করছে বলে জানান এই কর্মকর্তা।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আ.লীগ ও যুবলীগের চার নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে দুইদিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন

কালুখালীতে রসুন খেত থেকে কৃষকের লাশ উদ্ধার

ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

রাজবাড়ীতে কৃষকদের ফের দেওয়া হলো প্রণোদনার পেঁয়াজবীজ

‘গোয়ালন্দ সাংবাদিক ফোরাম’ এর আহ্বায়ক হেলাল মাহমুদ, সদস্য সচিব মোজাম্মেল হক

রাজবাড়ীতে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

গোয়ালন্দে ইউএনওকে বিদায় সংবর্ধনা

গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়ীতাকে সংবর্ধনা

গোয়ালন্দে ব্যবসায়ী হত্যায় গ্রেপ্তার খুনির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রাজবাড়ীতে প্রণোদনার পেঁয়াজবীজ না গজানোয় চার হাজার কৃষকের মাথায় হাত, পুনর্বাসনের দাবি

হয়রানি বন্ধে পাংশার বিলপাড়া গ্রামে এলাকাবাসীর মানববন্ধন