• ঢাকা
  • বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩০ মে, ২০২৪
সর্বশেষ আপডেট : ৩০ মে, ২০২৪

গোয়ালন্দে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

জহুরুল ইসলাম, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জ্যোতি বিকাশ চন্দ্রের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা ও এ সংক্রান্ত কার্যক্রম সমন্বয়ের জন্য উপজেলা আইনশৃঙ্খলা কমিটি হচ্ছে উপজেলা পর্যায়ে সর্বোচ্চ ফোরাম।

কমিটির সভা নিয়মিত কার্যকরভাবে অনুষ্ঠান এবং সভার সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে গোয়ালন্দ উপজেলার আইনশৃঙ্খলা রক্ষা, সুষ্ঠুভাবে  দৌলতদিয়া ঘাট ব্যবস্থাপনা, বাল্যবিবাহ রোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ, মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধিকরণ, নারী পাচাররোধ, আগামী ঈদ-উল-আযহায় দৌলতদিয়া ঘাটে যাত্রীদের নির্বিঘ্নে পারাপার ও যানবাহনের সুষ্ঠু ব্যবস্থাপনাসহ উপজেলার সকল অপরাধমূলক কাজের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণে উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা প্রদানের আহ্বান জানান।

সভায় উপস্থিত ছিলেন, নবাগত সহকারী কমিশনার (ভূমি) মো. শফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো. খোকন উজ্জামান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, গোয়ালন্দ নাজির উদ্দিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, গোয়ালন্দ পৌরসভার কাউন্সিলর নাসির উদ্দীন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও উজানচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, উপজেলা আ.লীগের সহ সভাপতি এনায়েত হোসেন জাকির, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, দেবগ্রাম ইউপি চেয়ারম্যান হাফিজুর ইসলাম, ছোটভাকলা ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, গণমাধ্যমকর্মীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রতিনিধি।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর