• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ মে, ২০২৪
সর্বশেষ আপডেট : ১৮ মে, ২০২৪

রাজবাড়ীর ধুঞ্চি পূর্বপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে চেয়ারম্যান প্রার্থী নওয়াব আলীর উঠান বৈঠক

অনলাইন ডেস্ক
module:1facing:0; ?hw-remosaic: 0; ?touch: (-1.0, -1.0); ?modeInfo: ; ?sceneMode: Night; ?cct_value: 5750; ?AI_Scene: (200, -1); ?aec_lux: 473.75363; ?hist255: 0.0; ?hist252~255: 0.0; ?hist0~15: 0.0; ?module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Night; cct_value: 5750; AI_Scene: (200, -1); aec_lux: 473.75363; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলা নির্বাচন আগামী ২১ মে অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে সকাল থেকে মধ্যরাত পর্যন্ত আনারস প্রতিকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী, প্রচার প্রচারনা, উঠান বৈঠক, মতবিনিময় সভা করেছেন । শুক্রবার রাতে মিজাবপুরের ধুঞ্চি পূর্বপাড়া সার্বজনীন দুর্গা মন্দির আয়োজনে, দুর্গা মন্দির প্রাঙ্গনে আনারস প্রতিকের প্রার্থী নওয়াব আলীর উঠান বৈঠকে অংশ নেয় ভোটার ও এলাকাবাসি।

এ সময় আনারস প্রতিকের প্রার্থী বীর মুক্তিযোদ্ধা এসএম নওয়াব আলী উপস্থিত ভোটারদের কাছে ২১ মে ভোট চান।তিনি এ নির্বাচনে বিজয়ী হতে পারলে সাধারন মানুষের জন্য কাজ করবেন। উপজেলার যাবতীয় সরকারী বরাদ্দ জনগনের মাঝে সঠিক বন্টনের কথা জানান তিনি। এ সময় ভোটারদের কাছে আনারস প্রতিকে ভোট চান তিনি।

উঠান বৈঠকে আরো বক্তৃতা করেন ধুঞ্চি পূর্বপাড়া সার্বজনীন দুর্গা মন্দিরে সভাপতি শ্রীকান্ত কুমার বিশ্বাস রাহুল, এ্যাডভোকেট মোস্তফা কামাল কবির, হেদায়েত মওলা লাল, প্লাবন মেম্বার, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আকবর প্রমূখ।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর