Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

গোয়ালন্দে ইউপি সদস্যের বিরুদ্ধে দফাদারের বাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ

রাজবাড়ী মেইল ডেস্ক
২৩ মার্চ ২০২৪, ৬:২৮ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালনন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদের দফাদার আইয়ুব আলী শেখ এর গফুর মন্ডল পাড়ার বাড়িতে গত বৃহস্পতিবার দিবাগত রাতে হামলার অভিযোগ উঠেছে স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড সদস্য লিয়াকত হোসেনের বিরুদ্ধে। পরদিন শুক্রবার দফাদার আইয়ুব শেখ এর মেয়ে আলেয়া আক্তার গোয়ালন্দ ঘাট থানায় ইউপি সদস্যসহ ৯জনকে চিহিৃত এবং অজ্ঞাত ২-৩জনকে অভিযুক্ত করে অভিযোগ দিয়েছেন।

অভিযোগে বলা হয়, দফাদার আইয়ুব শেখকে বাড়িতে না পেয়ে দরজা ভেঙে ঘরের ওয়ারড্রপ থেকে নগদ ২ লাখ টাকা এবং মেয়ে আলেয়াকে মারপিট করে প্রায় ১২ আনা ওজনের গলার স্বর্নের চেইন ছিনিয়ে নেয়। ঘরের টিনের বেড়া কুপিয়ে ক্ষতি সাধন করা হয়। এসময় ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়। ঘটনাটি ঘটে গত বৃহস্পতিবার (২১ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে।

তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য লিয়াকত হোসেন লিপু বলেন, দফাদার আইয়ুব আলীর বিরুদ্ধে রাজবাড়ীর বিশেষ ট্রাইব্যুানাল আদালত থেকে একাধিক মানবপাচার মামলায় গ্রেপ্তারী পরোয়ানা রয়েছে। সম্প্রতি স্থানীয় মিলন শেখ এর স্ত্রী তিন সন্তানের জননীকে ফুসলিয়ে বিয়ে করায় মিলনের পরিবারসহ এলাকাবাসী বিক্ষুদ্ধ। ক্ষোভের জের ধরে কেউ হয়তো বৃহস্পতিবার রাতে আইয়ুব আলীর খোঁজ করতে বাড়ি যেতে পারেন। ঘটনাটি ভিন্নখাতে প্রবাহিত করতে আমার নামে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। কারন স্থানীয় ইউপি সদস্য হিসেবে মানবপাচার মামলার স্বাক্ষী রয়েছি। মানবপাচার মামলার যারা স্বাক্ষী তাদের বিরুদ্ধে মিথ্যা হামলা, ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ করা হয়েছে। দফাদারের এহেন অপরাধমূলক কর্মকা-ে এলাকাবাসী অতিষ্ঠ।

সরেজমিন গেলে আইয়ুব আলীর বাবা আমির উদ্দিন শেখ বলেন, ইউপি সদস্য হিসেবে নির্বাচনে লিপু মেম্বারের প্রতিদ্বন্দ্বি আক্কাস সরদারের পক্ষে কাজ করায় আইয়ুব আলীর ওপর ক্ষোভ রয়েছে। এছাড়া বিদেশে লোক পাঠানো নিয়ে ও কিছুদিন আগে মিলন নামের একজনের স্ত্রী বিয়ে করায় বৃহস্পতিবার রাতে লিপু মেম্বার লোকজন নিয়ে হামলা করে।

আইয়ুব আলীর মেয়ে আলেয়া আক্তার বলেন, বৃহস্পতিবার রাতে স্বামী নজরুল ইসলাম সিএনজি নিয়ে বাইরে থাকায় ঘরে শিশু সন্তান নিয়ে ঘুমিয়ে ছিলাম। রাত ১২টার দিকে হঠাৎ কয়েকজন ঘরের দরজায় লাথি মেরে আমার বাবার (দফাদার আইয়ুব) নাম ধরে ডাকতে ডাকতে দরজা ভেঙে ফেলে। এসময় দেখি লিপু মেম্বারসহ ১০-১২জন আমার বাবা কোথায় জানতে চায়। ঘরে ঢুকে ওয়ারড্রপে থাকা ট্রাকের কিস্তি বাবদ ২ লাখ টাকা এবং আমাকে মারধর করে গলায় থাকা ১২ আনা স্বর্ণের চেইন কেড়ে নেয়। খবর পেয়ে আমার স্বামী বাড়ি পৌছলে তারা ঘরের বেড়া কুপিয়ে চলে যায়।

এ প্রসঙ্গে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণবন্ধু চন্দ্র বিশ্বাস বলেন, ইউপি সদস্যের বিরুদ্ধে দফাদারের বাড়িতে হামলা চালানোর অভিযোগ পেয়েছি। বিষয়টি একজন দারোগাকে তদন্ত করতে বলা হয়েছে। অভিযোগ প্রমানিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে প্রণোদনার পেঁয়াজবীজ না গজানোয় চার হাজার কৃষকের মাথায় হাত, পুনর্বাসনের দাবি

হয়রানি বন্ধে পাংশার বিলপাড়া গ্রামে এলাকাবাসীর মানববন্ধন

গোয়ালন্দে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গোয়ালন্দে পুলিশের চেকপোস্টে ৪৭ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার ১

কামরুল হাসান সভাপতি, মনিরুল হক সম্পাদক নির্বাচিত; বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রাজবাড়ীতে পেঁয়াজ বীজ বপনে ক্ষতিগ্রস্ত কৃষকের পূনর্বাসনের দাবিতে মানববন্ধন

গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

রাজবাড়ীতে আইনজীবী হত্যার প্রতিবাদ ও ‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে ইমাম কমিটির বিক্ষোভ

ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যার প্রতিবাদে গোয়ালন্দে তৌহিদি জনতার মানববন্ধন

গোয়ালন্দে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আনন্দ একাদশ

রাজবাড়ীর পদ্মার পাড়ে রাতের আঁধারে ছয় কৃষকের ফসল নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা

গোয়ালন্দে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ