Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. আলোচিত খবর

গোয়ালন্দ পৌরসভাঃ কাউন্সিলর-শ্রমিক সমঝোতার পর পুনরায় কাজ শুরু

রাজবাড়ী মেইল ডেস্ক
১৮ মার্চ ২০২৪, ৪:৪৫ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভা এলাকায় শৌচাগার নির্মাণকালে শ্রমিক লাঞ্ছিত করার প্রতিবাদে রোববার সারাদিন কাজ বন্ধ রাখে নির্মাণ শ্রমিকেরা। বিচারের দাবীতে প্রায় ৩৫ জনের মতো নির্মাণ শ্রমিক রোববার দুপুরে গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে ৫নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. সুজন মোল্যার বিরুদ্ধে অভিযোগ করেন। পৌরসভার মেয়র সহ জনস্বাস্থ্য প্রকৌশলীর হস্তক্ষেপে উভয় পক্ষের সমঝোতার পর সোমবার পুনরায় কাজ শুরু করেছে নির্মাণ শ্রমিকেরা।

সোমবার সরেজমিন গোয়ালন্দ পৌরসভার ৫নম্বর ওয়ার্ড ব্যাপারী পাড়ার রাজা ব্যাপারীর বাড়িতে নির্মাণ শ্রমিকেরা কাজ করছেন। কাজে নিয়োজিত শ্রমিকেরা জানান, তারা ৪ বস্তা বালুর সাথে ১ বস্তা সিমেন্ট মিশিয়ে নিয়ম অনুযায়ী কাজ করছি। এখানে কোন প্রকার অনিয়ম করার সুযোগ নেই। আগে ৮ বস্তা বালুর সাথে একত্রে ২ বস্তা সিমেন্ট মিশিযে কাজ করেছি। কারো কাছ থেকে অনিয়মের কথা শুনে শনিবার স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এসে অহেতুক ঝামেলা সৃষ্টি করেছিল। এর প্রতিবাদে আমরা রোববার পৌরসভার সমস্ত শৌচাগারের কাজ বন্ধ রাখি। বিষয়টি নিয়ে রোববারই পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম এবং উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী মো. শহিদুল ইসলাম উভয় পক্ষকে ডেকে সমঝোতা করেছেন।

নির্মাণ শ্রমিকদের সরদার সুজন শেখ বলেন, কাউন্সিলের কোন কথা থাকলে আমাদের সাথে কথা বলতে পারতেন। তিনি না বলে সরাসরি কাজের সাইডে গিয়ে শ্রমিকদের সাথে খারাপ আচরণ করেছেন। এমনকি এক শ্রমিকের ফোন নিয়ে আছাড় মেরে ভেঙে ফেলেছেন। যে কারনে নির্মাণ শ্রমিকরা ক্ষুদ্ধ হয়েছিল। প্রতিবাদে আমরা সবাই পৌরসভার কার্যালয়ে গিয়ে মেয়রকে না পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে গিয়েছিলাম।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর সুজন মোল্যা বলেন, উদ্দেশ্য প্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছিল। শনিবার কাজের মান নিয়ে ওই পরিবার থেকে ফোন করলে ঘটনাস্থলে যাই। আমার ওয়ার্ডে কাজ হচ্ছে অথচ আমি জানি না। খবর পেয়ে ওই বাড়িতে গিয়ে কাজের মান নিয়ে কথা বলতে গেলে এক শ্রমিক তার হাতে থাকা বাটন মোবাইল দিয়ে এক ব্যক্তির সাথে কথা বলতে ধরিয়ে দেয়। তার সাথে কথা বলতেই বিপরিত পাশ থেকে উচ্চবাক্য বিনিময় করলে রাগে বাটন ফোন ফেলে দেই। তারপরও ওই শ্রমিককে তাৎক্ষনিক বলেছি তোমার বাটন ফোন কিনে দিব। কিন্তু তারা আমার বিরুদ্ধে লাঞ্ছিত করার অভিযোগ আনলো।

এ বিষয়ে গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম বলেন, রোববার ১৭ মার্চ নানা অনুষ্ঠান নিয়ে ব্যস্ত ছিলাম। পরে কাউন্সিলর সহ শ্রমিকদের ডেকে উভয় পক্ষের কথা শুনে সমঝোতা করে দিয়েছি। এখন থেকে পৌরসভার শৌচাগারের কাজ পুরোদমে চলছে। এরপরও কাজের মান নিয়ে কোন প্রকার অভিযোগ পেলে তাৎক্ষনিক ব্যবস্থা নেওয় হবে।

মেয়র আরো বলেন, বিশ্ব ব্যাংকের আর্থিক সহযোগিতায় গোয়ালন্দ পৌরসভার মধ্যে এক হাজার শৌচাগার নির্মিত হবে। প্রত্যেক শৌচাগার ছাদ ঢালাইসহ তার ওপর পানির ট্যাংকি, মোটর এবং বালতি বসানো থাকবে। প্রথম পর্যায়ে ৫৫০টির মতো কাজ চলছে। দ্বিতীয় ধাপে বাকি কাজ সম্পন্ন করা হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে প্রণোদনার পেঁয়াজবীজ না গজানোয় চার হাজার কৃষকের মাথায় হাত, পুনর্বাসনের দাবি

হয়রানি বন্ধে পাংশার বিলপাড়া গ্রামে এলাকাবাসীর মানববন্ধন

গোয়ালন্দে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গোয়ালন্দে পুলিশের চেকপোস্টে ৪৭ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার ১

কামরুল হাসান সভাপতি, মনিরুল হক সম্পাদক নির্বাচিত; বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রাজবাড়ীতে পেঁয়াজ বীজ বপনে ক্ষতিগ্রস্ত কৃষকের পূনর্বাসনের দাবিতে মানববন্ধন

গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

রাজবাড়ীতে আইনজীবী হত্যার প্রতিবাদ ও ‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে ইমাম কমিটির বিক্ষোভ

ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যার প্রতিবাদে গোয়ালন্দে তৌহিদি জনতার মানববন্ধন

গোয়ালন্দে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আনন্দ একাদশ

রাজবাড়ীর পদ্মার পাড়ে রাতের আঁধারে ছয় কৃষকের ফসল নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা

গোয়ালন্দে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ