Rajbarimail.com
ঢাকা, মঙ্গলবার , ১৫ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

সম্বলহীন মিনতী রানীর পোড়াভিটায় রাত পার, আগুন নেভালো কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা

রাজবাড়ী মেইল ডেস্ক
২২ আগস্ট ২০২৩, ৬:২৪ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ নিজের জায়গা জমি বলতে কিছুই নেই। অন্যের বাড়ি বাড়ি কাজ করে কোনভাবে মাথা গোঁজার ঠাই হিসেবে শ্বশুর বাড়ি থেকে পাওয়া ২ শতাংশ জমির ওপর গড়েছেন একটি টিনের ছাপড়া ঘর। তাও সোমবার রাতে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। সহায় সম্বলহীন মিনতী রানী চৌধুরী এখন নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।

মিনতী রানী চৌধুরী গোয়ালন্দ পৌরসভার ৪নম্বর ওয়ার্ড জুড়ান মোল্লার পাড়ার উজ্জল চৌধুরীর স্ত্রী। অভাব আর দারিদ্রের কষাঘাতে মিনতী রানী আজ বড়ই অসহায়। দুই মেয়ে আর এক ছেলের মধ্যে মেয়ে দুটিকে বিয়ে দিয়েছেন। একমাত্র ছেলে মেয়ের বাড়িতে থাকে। অন্যের বাড়ি ঝিয়ের কাজ করে যা পান তাই দিয়ে কোনভাবে চলছেন। রয়েছে নেশাগ্রস্ত স্বামী উজ্জল চৌধুরীর যন্ত্রনা। প্রতিদিন নেশার টাকা না দিলে চলে শারীরিক নির্যাতন।

সোমবার বিকেলে অন্যের বাড়ি ঝিয়ের কাজে বেরিয়ে যান মিনতী। সন্ধ্যার পর ঘরে আগুন লাগার খবর পেয়ে এসে দেখেন সব পুড়ে শেষ। ঘরে থাকা সমস্ত জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। বাড়িতে কেউ না থাকায় কোন কিছুই বের করতে পারেনি। সব হারিয়ে নিঃস্ব মিনতী এখন কিভাবে বাস করবেন সেই দুশ্চিন্তায় পোড়াভিটায় বসে রাত পার করেছেন।

প্রতিবেশী সাইদ শেখসহ কয়েকজন জানান, সোমবার সন্ধ্যা ৭টার দিকে মিনতীর বাড়িতে হঠাৎ আগুন জ্বলতে দেখে পাশে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ মাঠে খেলতে থাকা একদল শিক্ষার্থী ছুটে আসেন। তারাই সর্বপ্রথম সম্মিলিতভাবে আগুন নেভানোর কাজে শরীক হন।

কলেজ শিক্ষার্থী জীবন শেখ জানায়, আমরা খেলাধুলা করে মাঠে বিশ্রাম নিচ্ছিলাম। হঠাৎ আগুন বলে চিৎকারের আওয়াজ পেয়ে ১০-১২ জন মিলে ছুটে যাই। এসময় সম্মিলিতভাবে পানি আর বালু ছিটিয়ে আগুন নেভায়। একমাত্র টিনের ছাপড়া ঘর আগুন জ্বলতে বেশি সময় লাগেনি। নেভাতেও সময় লাগেনি। মিনতী রানী খুব দরিদ্র অসহায় একজন নারী। আশ্রয়ের জন্য যাও ছিল তাও আগুনে সব শেষ হয়ে গেছে।

মঙ্গলবার সকালে দেখা যায়, মিনতী রানী পোড়া জিনিসপত্র নেড়ে চেড়ে দেখছেন, পোড়াটিন এদিক সেদিক করছেন। প্রতিবেশী সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক শহিদুল ইসলাম কিছু চাউল ও কাঁচা বাজার এনেছেন। কয়েকজন প্রতিবেশী এসে তাকে শান্তনা দেয়ার চেষ্টা করছেন।

মিনতী রানী বলেন, সোমবার বিকেলে উঠানে রাতের খাবার রান্না করে চুলার আগুন নিভিয়ে ঘরে শিকল দিয়ে কাজে যান। সন্ধ্যার পর আগুন লাগার খবর পেয়ে ছুটে এসে দেখেন সব পুড়ে শেষ। স্বামী উজ্জল চৌধুরী দৌলতদিয়ায় সেলুনে থাকলেও নেশা করায় তারাও কাজে নেননা। অনেক রাতে আমার এক আত্মীয় তাকে নিয়ে আসলে প্রতিবেশী এক বাড়িতে ঘুমাচ্ছে। আর আমি এই পুড়াভিটায় বসে রাত পার করেছি।

তিনি বলেন, স্বামী নেশা করায় প্রতিদিন টাকা দিতে হয়। না দিলে তার ওপর নির্যাতন করে। সোমবার বিকেলেও বাড়ি ছেড়ে যাওয়ার আগে টাকার জন্য অনেক ঝগড়া করেছে। তিনি মনে করেন ষড়যন্ত্র করে তার ঘরে আগুন দিয়েছে। ঘরের কাছে চুলা নেই। ঘরে বিদ্যুতের লাইনও নেই। তাহলে কিভাবে আগুন লাগল?

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ

পাংশায় ছয় বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, কলা বাগান ধ্বংস

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা