Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

বালিয়াকান্দিতে পীরের বাড়িতে দুধর্ষ ডাকাতির ঘটনায় ৬ জন গ্রেপ্তার, অস্ত্র উদ্ধার

রাজবাড়ী মেইল ডেস্ক
১৫ জানুয়ারি ২০২৩, ১০:৫২ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দিঃ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার রসুলপুর গ্রামের চার তরিকার পীর নামে পরিচিত হাফেজ মাওলানা আব্দুল মতিন নেছারীর বাড়িতে ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছে। এছাড়া দুটি খেলনা পিস্তলসহ তিনটি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে। ঘটনার পরবর্তী মামলা দায়েরের ৪৮ ঘন্টার মধ্যে রহস্য উদঘাটন ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজবাড়ী সদর উপজেলার বড়লক্ষিপুর গ্রামের উজ্জল মোল্লার ছেলে মো. মানিক মোল্লা (২২), একই গ্রামের আক্তার হোসেন মোল্লার ছেলে রঞ্জু মোল্লা (২২), মোল্লা পাড়া গ্রামের জহির মন্ডলের ছেলে মো. হাসান মন্ডল (২৪), গঙ্গাপ্রসাদপুর গ্রামের বাবু ড্রাইভারের ছেলে মো. পিয়াল সর্দার (২২), একই গ্রামের রাজ্জাক ফকিরের ছেলে রনি ফকির (২২) ও একই গ্রামের মৃত রাজ্জাক ব্যাপারীর ছেলে আবুল হোসেন বেপারী (৩০)।

পুলিশ জানায়, গত মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত ৯টার দিকে জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের রসুলপুর পীর হাফেজ মাওলানা আব্দুল মতিন নেছারীর বাড়ির সামনে একটি কালো রঙের মাইক্রোবাসে করে ৮-১০ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত এসে দাঁড়ায়। এ সময় গাড়ি থেকে ডাকাতরা দ্রুত নেমে বাড়ির মূলগেটের সামনে দেশীয় অস্ত্রের মুখে পাহারাদারদের জিম্মি করে একটি ঘরে সবাইকে আটকে বাড়িতে প্রবেশ করে। পরে বাড়ির দ্বিতীয় তলায় পীরের স্ত্রী ও কাজের মেয়েকে ভয়ভীতি দেখিয়ে আলমারী ভেঙে নগদ ৮ লাখ টাকা ও বাড়ির সদস্যদের ব্যবহৃত ৭টি মুঠোফোন নিয়ে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় পরদিন বুধবার (১১ জানুয়ারি) পীর আব্দুল মতিন নেছারীর জামাতা আব্দুল্লাহ্ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় একটি মামলা দায়ের করেন।

মামলা দায়েরের একদিন পর শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে মানিক মোল্লা, হাসান মন্ডল ও পিয়ালকে গ্রেপ্তার করেন।তাদের কাছ থেকে পুলিশ একটি চাপাতি, একটি রামদা ও একটি ধারালো ছুড়ি উদ্ধার করে।পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার গভীররাতে রঞ্জু মোল্লা, রনি ফকির ও আবুল হোসেনকে গ্রেপ্তার করে।এসময় রঞ্জু মোল্লার কাছ থেকে একটি কালো রঙের খেলনা পিস্তল উদ্ধার করেন। এছাড়া বিকেলে পীরের বাড়ির পাশে তাল গাছের গোড়া থেকে পরিত্যক্ত অবস্থায় আরেকটি খেলনা পিস্তল উদ্ধার ও লুণ্ঠনকৃত নগদ ১৭ হাজার ৩০০ টাকা উদ্ধার করা হয়েছে।পরে গ্রেপ্তারকৃত ৬ জনকে শনিবার বিকেলে রাজবাড়ীর আদালতে নেওয়া হলে তারা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।

মামলার তদন্তকারী কর্মকর্তা বালিয়াকান্দি থানার ওসি (তদন্ত) মো. মনিরুজ্জামান খান বলেন, ডাকাতির ঘটনায় বালিয়াকান্দির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে শুক্রবার জড়িত অভিযোগে ৬ জনকে গ্রেপ্তারের পর আজ শনিবার বিকেলে আদালতে স্বীকারেক্তি মূলক জবানবন্দি দেয়। জবানবন্দি শেষে রাতে আসামীদের কারাগারে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে আরো ৪ জন জড়িত থাকার কথা স্বীকার করেছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

রাজবাড়ীতে কৃষকদের ফের দেওয়া হলো প্রণোদনার পেঁয়াজবীজ

‘গোয়ালন্দ সাংবাদিক ফোরাম’ এর আহ্বায়ক হেলাল মাহমুদ, সদস্য সচিব মোজাম্মেল হক

রাজবাড়ীতে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

গোয়ালন্দে ইউএনওকে বিদায় সংবর্ধনা

গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়ীতাকে সংবর্ধনা

গোয়ালন্দে ব্যবসায়ী হত্যায় গ্রেপ্তার খুনির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রাজবাড়ীতে প্রণোদনার পেঁয়াজবীজ না গজানোয় চার হাজার কৃষকের মাথায় হাত, পুনর্বাসনের দাবি

হয়রানি বন্ধে পাংশার বিলপাড়া গ্রামে এলাকাবাসীর মানববন্ধন

গোয়ালন্দে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গোয়ালন্দে পুলিশের চেকপোস্টে ৪৭ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার ১

কামরুল হাসান সভাপতি, মনিরুল হক সম্পাদক নির্বাচিত; বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা