• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৩
সর্বশেষ আপডেট : ১৪ জানুয়ারি, ২০২৩

গোয়ালন্দে ফেনসিডিল সহ নারী বাসযাত্রী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ঘাট এলাকায় ঢাকাগামী যাত্রীবাহি পরিবহনে অভিযান চালিয়ে ২০ বোতল ফেনসিডিল সহ এক নারী যাত্রীকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ওই নারীর নাম ইসরাত জাহান দোলন (২৮)। সে নারায়ণগঞ্জের সোনারগাও উপজেলার বুরুমদী গ্রামের সাহাজাদা ভূইয়ার মেয়ে।

গোয়ালন্দ ঘাট থানা পুলিশ জানায়, প্রতিদিনের মতো গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীজের সামনে অবস্থান নেয়। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ঢাকাগামী দূরপাল্লার পরিবহন সহ সন্দেহভাজন পরিবহনে তল্লাশি চালায়। শুক্রবার বিকেলে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সুন্দরবন এক্সপ্রেস নামক যাত্রীবাহি পরিবহন (ঢাকা মেট্রো ব-১৫-২৪০০) ৪টার দিকে বাংলাদেশ হ্যাচারীজের সামনে এসে পৌছে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারায় এসময় ওই পরিবহনে তল্লাশি চালিয়ে বাস যাত্রী ইসরাত জাহান দোলনের কাছে থাকা ব্যাগ থেকে ২০ বোতল ফেনসিডিল জব্দ করে। এ ঘটনায় রাতেই পুলিশ বাদী হয়ে ওই নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, মাদকদ্রব্য আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তারকৃত ওই বাস যাত্রীকে শনিবার দুপুরে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

  • অপরাধ এর আরও খবর