• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮ জানুয়ারি, ২০২৩
সর্বশেষ আপডেট : ৮ জানুয়ারি, ২০২৩

রাজবাড়ীতে বিএনপি ঘোষিত ১০ দফা আন্দোলনের রুপরেখা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

ইমরান হোসেন মনিম, রাজবাড়ী. রাজবাড়ীতে বিএনপি ঘোষিত আন্দোলনের ১০ দফা এবং রাষ্ট্রকাঠামো মেরামতের রুপরেখা বিষয়ে ব্যাখা ও বিশ্লেষনধর্মী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টামন্ডলীর সদস্য ইসমাইল হোসেন জবিউল্লাহ।

প্রধান অতিথির বক্তৃতায় ইসমাইল হোসেন জবিউল্লাহ বলেন, আমরা মহা সংকটে আছি। এই মহাসংকট হল রাজনৈতিক ও অর্থনৈতিক মহা সংকট। রাজনৈতিক মহাসংকটের কারনে দেশ আজ বিপর্যয়ের মুখে পরেছে। অর্থনৈতিক মহাসংকটে দেশে লুট, চুরি, পাচার, ডাকাতি, অপচয় সহ দেশের রিজার্ভ শুন্য হয়ে গেছে। দেশের এমন অবস্থা এখন এলসি খুলতে পারছেনা ব্যবসায়ীরা। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম এ্যাত বেড়েছে যে ধরা ছোয়ার বাইরে চলে গেছে সাধারন মানুষের। সাধারন মানুষের পক্ষে বেচে থাকাই কষ্ঠকর গয়ে গেছে।বিদ্যুত ও জ্বালানী তেলের দাম বাড়ানো হয়েছে। এ কারনে গত চোদ্দ বছর ধরে বিএনপি এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আন্দোলন করে আসছে। গণ আন্দোলন শুরু করেছে, গণ আন্দোলনে নেমেছে।

শুক্রবার বিকালে রাজবাড়ী জেলা বিএনপির আয়োজনে জেলা বিএনপির কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত  হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টামন্ডলীর সদস্য ইসমাইল হোসেন জবিউল্লাহ, বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ রিংকু, জেলা বিএনপির  আহব্বায়ক এ্যাডভোকেট লিয়াকত হোসেন বাবু, সদস্য সচিব এ্যাডভোকেট  কামরুল আলম সহ জেলা ও উপজেলা বিএনপির নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর