নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচরে শেষ হলো পাঁচ দিন ব্যাপী বিজয় মেলা ও সাধু মিলন মেলা। গত রোববার দিবাগত রাতে মেলা দুটি শেষ হয়। এর আগে গত বুধবার দিবাগত রাতে পাঁচ দিন ব্যাপী সাধু মিলন মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়।
প্রতি বছরের ন্যায় এবছর ১৯ তম সাধু মিলন মেলার আয়োজন করেছে জামতলার হাট আরশী নগর পাক দরবার শরীফ। এছাড়া কালাম মেম্বার এর বাজার উদ্বোধন উপলক্ষ্যে প্রথম বারের মতো বিজয় মেলার আয়োজন করে পাশের নলিয়া পাড়ায় নবগঠিত কালাম মেম্বার এর বাজারে।
উজানচর ইউনিয়নের নলিয়া পাড়া কালাম মেম্বার এর বাজার শুভ উদ্বোধন উপলক্ষে পাঁচ দিন ব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী। বাজারের প্রতিষ্ঠাতা ও উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র ও ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন রনি, উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সামসুদ্দিন মন্ডল, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পলাশ, সুলতান উদ্দিন প্রমূখ।
এছাড়া উজানচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্য সমসের আলী শেখ এর সভাপতিত্বে পাঁচ দিন ব্যাপী তাপস-এ.বি. সিদ্দিকের ১৯ তম বার্ষিকী সাদু মিলন মেলার উদ্বোধন করেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী। মেলায় গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।