ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর উপজেলার নিজাতপুর হযরত খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাতে নিজাতপুর হযরত খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসা প্রাঙ্গনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে সিংগা নিজাতপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. আজাহার খানের সভাপতিত্বে ও খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুল কুদ্দুস শেখের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোরশেদ আরুজ, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, দ্বাদশী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন প্রমূখ।
তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান বক্তা হিসেবে তাফসির করেন কুষ্টিয়ার মিরপুর মাদ্রাসা মারকাজুল উলুম মাদ্রসার মোহতামীম হযরত মাওলানা মুফতি রেজাউল করিম। বিশেষ বক্তা হিসেবে তাসরিফ করেন রাজবাড়ী ভাজনচালা দাওরায়ে হাদিস মাদ্রাসার মোহতামীম হযরত হাফেজ মাওলানা ইলিয়াস, ঢাকা আশুলিয়ার ঘোষবাগ কেন্দ্রিয় জামে মসজিদের খতিব, হযরত মাওলানা মহিউদ্দিন খান মুজাহিদ, রাজবাড়ী সজ্জনকান্দা দক্ষিনপাড়া জামে মসজিদের খতিব হযরত মাওলানা মোকলেছুর রহমান।