• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৮ ডিসেম্বর, ২০২২
সর্বশেষ আপডেট : ১৮ ডিসেম্বর, ২০২২

রাজবাড়ীতে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

অনলাইন ডেস্ক

মইন মৃধা, রাজবাড়ীঃ রাজবাড়ীতে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার দুপুরে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনস ড্রিলসেডে তাদের সংবর্ধনা দেওয়া হয়সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজবাড়ী জেলা পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান

সময় পুলিশ সুপার বলেন, যেসকল সন্মানিত বীর মুক্তিযোদ্ধাদের সাহসিকতায় আমরা বাংলাদেশ পেয়েছি, তাদের মধ্যে পুলিশ সদস্যরা ছিলেন। আজকের অনুষ্ঠানে অনেক পুলিশ মুক্তিযোদ্ধা আমাদের মধ্যে বেঁচে নেই। আমরা তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। এখনও যারা বেঁচে আছেন তাদের অনুপ্রেরণায় আমাদের সামনে পথ চলা। বীর মুক্তিযোদ্ধাদের জন্য এই আয়োজন করতে পেরে আমরা গর্বিত

 

সংবর্ধনা অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করেন অবসরপ্রাপ্ত পুলিশ সুপার বীর মুক্তিযোদ্ধা রতন কৃষ্ণ হালদার, সাবেক পুলিশ পরিদর্শক বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল বীর মুক্তিযোদ্ধা নরুজ্জামান শেখ। পরে সেখানে ৭১ জন পুলিশ মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা এবং উপহার তুলে দেন পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান। এছাড়া মৃত মুক্তিযোদ্ধাদের উপহার গ্রহণ করেন তাদের পরিবারের সদস্যরা

সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন অর্থ) মো. সালাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. রেজাউল করিম, সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহাসহ রাজবাড়ীর বিভিন্ন থানায় কর্মরত অফিসার ইনচার্জবৃন্দ

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর