• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২২
সর্বশেষ আপডেট : ১২ ডিসেম্বর, ২০২২

পদ্মার দুই কাতলা ও এক বোয়াল ৬৯ হাজার টাকায় বিক্রি

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর মোহনায় সোমবার ভোররাতের দিকে জেলেদের জালে আটকা পড়া দুটি কাতল ও একটি বোয়াল মাছ ৬৯ হাজার টাকায় পাইকারী নিলামের মাধ্যমে বিক্রি হয়েছে। পরে সোমবার সকালে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট বাজারে নিলামে তোলা হলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ও আলগমীর মোল্লা মিলে মাছ তিনটি কিনে নেন।

স্থানীয় মৎস্যজীবিরা জানান, রোববার দিবাগত মধ্যরাতে দৌলতদিয়া ফেরি ঘাটের অদূরে বাহির চর ছাত্তার মেম্বার পাড়া এলাকায় পদ্মা নদীর মোহনায় মানিকগঞ্জের জাফরগঞ্জ এলাকার জেলে সঙ্গীদের সাথে করে বাসুদেব হালদার ও নিরা হালদার জাল ফেলেন। ভোর রাতের দিকে এলাকায় জাল ফেলেন পাবনার ঢালারচর এলাকার জেলে গুরুদেব হালদার ওরফে কালি হালদার ও তার দল। রাত শেষে সোমবার ভোররাতে প্রথমে বাসুদেব হালদারের জালে বড় বোয়াল মাছ ধরা পড়ে। নিরা হালদারের জালে একটি কাতলা এবং গুরুদেব হালদার ওরফে কালি হালদারের জালে আরেকটি কাতলা মাছ ধরা পড়ে। মাছটি তিনটি পেয়ে জেলেরা অনেক খুশি হন। তারা বিক্রির জন্য সকালে নিয়ে আসেন দৌলতদিয়া ঘাট টার্মিনাল সংলগ্ন বাজারে। নিলামে তোলা হলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ও আলমগীর হোসেন মোল্লা মাছ তিনটি সর্বোচ্চ দরদাতা হিসেবে ৬৯ হাজার টাকায় কিনে নেন।

আলমগীর মোল্লা বলেন, প্রতিদিনের মতো সোমবার সকালে মাছ বাজারে গিয়ে দেখতে পাই দুটি বড় কাতলা ও একটি বড় বোয়াল মাছ উঠেছে। আড়তে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে নিরা হালদারের জালে আটকা ১৩ কেজি ওজনের কাতলা ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ১৭ হাজার ৫৫০ টাকায় কিনে নেই। সাথে আরেক আড়ত থেকে গুরুদেব হালদার ওরফে কালি হালদারের জালে ধরা পড়া ১২ কেজি ৬০০ গ্রাম ওজনের আরেকটি কাতলা মাছ ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ১৬ হাজার ৩৮০ টাকায় কিনে নেই।

অপরদিকে বাজার থেকে আরেক নিলামে সাড়ে ১৪ কেজি ওজনের বোয়াল মাছটি নিলামে কিনেন চান্দু মোল্লা। চান্দু মোল্লা বলেন, মাছটি নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে আমি ২ হাজার ৪৫০ টাকা কেজি দরে মোট ৩৫ হাজার ৫২৫ টাকা দিয়ে বোয়ালটি কিনে নেই। সোমবার সকালে দুটি কাতলা ও একটি বোয়াল মাছ ৬৯ হাজার ৪৫৫ টাকায় বিক্রি হয়।

চান্দু মোল্লা ও আলমগীর মোল্লা জানান, মাছ তিনটি এখনো ফেরিঘাট সংলগ্ন তাদের আড়ত ঘরে রাখা হয়েছে। বিক্রির জন্য পরিচিত বিভিন্ন ব্যক্তির সাথে যোগাযোগ করছেন। কেজি প্রতি ১০০ টাকা করে লাভে তারা বিক্রি করবেন বলে জানান।

উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহরিয়ার জামান জানান, পদ্মা নদীতে বেশ কিছুদিন বড় মাছের তেমন দেখা পাওয়া যাচ্ছে না। বর্তমান সময়ে কয়েকটি মাছ ধরা পড়ার খবর পাচ্ছি। নদীর পানি দ্রুত হ্রাস পেয়ে বালুর চর জেগে উঠছে। যে কারনে দিন দিন পদ্মা নদীর বড় বড় মাছ হারিযে যাচ্ছে।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর