• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২ ডিসেম্বর, ২০২২
সর্বশেষ আপডেট : ১২ ডিসেম্বর, ২০২২

গোয়ালন্দে চার কেজি গাঁজা সহ যুবক গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া এলাকায় বাসে তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা সহ সেলিম রেজা ওরফে কালু (৩৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে। সে মেহেরপুরের গাংনি উপজেলার সিন্দুর কোঠা এলাকার মৃত আলতাফ হোসেন এর ছেলে।

থানা পুলিশ জানায়, গোয়ালন্দ ঘাট থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল রোববার সন্ধ্যার পর ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের কাছে বাংলাদেশ হ্যাচারীজের সামনে ঢাকাগামী বিভিন্ন ধরনের পরিবহনে তল্লাশি চালায়। এসময় দৌলতদিয়া ঘাটগামী একটি থ্রিহুইলারে পুলিশ তল্লাশিকালে এক যুবকের ব্যাগে রাখা একটি বড় পুটলার সন্ধান পান। পরে ওই পুটলা থেকে ৪ কেজি ওজনের গাঁজা জব্দ করেন। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা। পরে পুলিশ গাঁজা সহ সেলিম রেজা ওরফে কালু নামের ওই যুবককে গ্রেপ্তার করে।

সংবাদের সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, রোববার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে মহাসড়কে নিয়মিত চেক পোস্টের অংশ হিসেবে পরিবহনে তল্লাশিকালে ৪ কেজি গাঁজা সহ উল্লেখিত যুবককে গ্রেপ্তার করা হয়। পরে রাতেই পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে। আজ সোমবার দুপুরে সেলিম রেজাকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

  • অপরাধ এর আরও খবর