• ঢাকা
  • বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০ ডিসেম্বর, ২০২২
সর্বশেষ আপডেট : ১০ ডিসেম্বর, ২০২২

আর্জেন্টিনা সামর্থকদের গোয়ালন্দে মোটরসাইকেলে আনন্দ র‌্যালী

অনলাইন ডেস্ক

মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে আনন্দ উল্লাস করে মোটরসাইকেল শোডাউন করেছে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকরা। এরই অংশ হিসেবে আর্জেন্টিনার সমর্থকরা প্রিয় দলের কোয়ার্টার ফাইনাল ম্যাচে জয়লাভ উপলক্ষে বাঁশির তালে তালে উল্লাস করে মোটরসাইকেল শোডাউন করেন।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে গোয়ালন্দ শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনসার ক্লাব চত্বর থেকে শোডাউনটি বের করে। এরপর গোয়ালন্দ শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঢাকা-খুলনা মহাসড়ক ঘুরে পুনরায় বাজারে এসে শেষ করে।

এতে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে অন্তত দুই শতাধিক আর্জেন্টিনা সমর্থক তাদের প্রায় দেড় শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউনে যোগ দেন। শোডাউনটিতে ছোট-বড় সব বয়সের ও নানা শ্রেণি-পেশার সমর্থকরা গায়ে জার্সি, হাতে বাংলাদেশের জাতীয় পতাকা ও আর্জেন্টিনার পতাকা নিয়ে অংশ নেন। এসময় মেসি ভক্তদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। বাঁশির তালে মেতে ওঠেন তারা। এসময় এলাকার বাসা-বাড়ি, দোকান থেকে শিশুসহ বিভিন্ন বয়সের লোকজন তা উপভোগ করেন।

শোডাউনটির অন্যতম আয়োজক, গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি বলেন, বাংলাদেশের অধিকাংশ মানুষ আর্জেন্টিনা সমর্থন করে। আমি ম্যারাডোনার সময় থেকেই আর্জেন্টিনা ভক্ত। তাই প্রিয় দলকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ র‌্যালী করেছি। যেহেতু এবার মেসির শেষ বিশ্বকাপ তাই এ বিশ্বকাপটি খুবই স্পেশাল।

শোডাউনে থাকা আর্জেন্টিনার সমর্থক ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয় বলেন, আর্জেন্টিনা আমাদের প্রিয় দল। এবারের কাতার বিশ্বকাপ ফুটবল আসরে চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। ‘একটি দলে একজন স্টার থাকে কিন্তু এ দলে সকলে স্টার। ছোটবেলা থেকে এ দলটি সাপোর্ট করি। এ আসরে প্রতিটি খেলায় মাতিয়ে তুলেছে দলটি এবং বিশ্বকাপের ট্রফি মেসির হাতেই উঠবে।

অপর আরেক আর্জেন্টিনার সমর্থক ও পৌর ছাত্রলীগের সভাপতি রাতুল আহম্মেদ সজল বলেন, গতকাল শুক্রবার মধ্যরাতে খেলায় আর্জেন্টিনা দেখিয়ে দিয়েছে। এবার আর্জেন্টিনা খুব ভালো খেলছে। মেসির হাতেই কাপটি উঠবে এমনটাই আশা সমর্থক হিসেবে।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর