মইন মৃধা, রাজবাড়ীঃ জামায়াত–বিএনপির সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেলে শোডাউন করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা। শুক্রবার বেলা ১১টা দিকে কালুখালী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে এ মোটরসাইকেল শোডাউন বের হয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করেন তারা।
এসময় কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আলিউজ্জামান চৌধুরী টিটো, মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, জেলা পরিষদের সদস্য ইউসুফ হোসেনসহ অন্যান্যরা বক্তব্য দেন।
প্রসঙ্গত, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশে গিয়ে জামাত ও বিএনপির কর্মীরা সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেজন্য রাজবাড়ী জেলাতে মাঠে নেমেছে আওয়ামী লীগ। এরিই অংশ হিসেবে রাজবাড়ীর পাঁচ উপজেলায় মোটরসাইকেল শোডাউন করে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।