• ঢাকা
  • বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩১ ডিসেম্বর, ২০২১
সর্বশেষ আপডেট : ৩১ ডিসেম্বর, ২০২১

রাজবাড়ীতে বঙ্গবন্ধু ও স্বাাধীনতা চার দিনব্যাপী বইমেলার উদ্বোধন

অনলাইন ডেস্ক

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্দ্যোগে রাজবাড়ীতে বঙ্গবন্ধু ও স্বাধীনতা চার দিন ব্যাপী বইমেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী বীর মুক্তিযোদ্ধা শহিদ খুশি রেলওয়ে ময়দানে এ বইমেলার উদ্বোধন করা হয়।

বেলুন ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম, পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান ও রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহাবুর রহমান শেখ, অতিরিক্ত জেলাপ্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট সুবর্ণা রাণী সাহা, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ দিলীপ কুমার কর প্রমুখ।

জেলা প্রশাসক দিলাসাদ বেগম বলেন, মানুষের জীবনে বই একটি শিক্ষার অসাধারন মাধ্যম। বই ছাড়া মানুষের জীবন অচল। এটা প্রতিটি মানুষের জীবনের পরম বন্ধু। তাই আমি বলতে চাই আজ থেকে শুরু হওয়া চার দিনব্যাপী বই মেলায় সবাইকে বই কিনে বেশি বেশি জানার জন্য বই পড়ার আহবান জানান। পরে অতিথিরা মাঠের বিভিন্ন বইয়ের স্টল ঘুরে ঘুরে পরিদর্শন করেন।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর