Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি
  5. ভিন্ন স্বাদের খবর

রাজবাড়ী শহরে শ্রমিকের হাট

রাজবাড়ী মেইল ডেস্ক
২০ ডিসেম্বর ২০২১, ৩:৩৭ অপরাহ্ণ

Link Copied!

শামিম রেজা, রাজবাড়ীঃ প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে শ্রমিক বেচা কেনা। দিন হিসাবে প্রতি শ্রমিকের দাম পাঁচ থেকে ছয়শত টাকা। রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, কুষ্টিয়া সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে বহু বছর আগে থেকে রাজবাড়ীতে আসেন শ্রম বিক্রি করতে। রাজবাড়ী রেল স্টেশন এলাকায় বসে এই শ্রমিকের হাট।

সরেজমিন গিয়ে দেখা যায়, উত্তর বঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে আসা শ্রমিকেরা রাজবাড়ী রেল স্টেশন সংলগ্ন এলাকার একটি বটতলায় বসে আছে। এই স্থানটিই শ্রমিক হাট। ত্রিশ জনের মত শ্রমিক মালিকের অপেক্ষায় রয়েছে। জেলার বিভিন্ন এলাকা থেকে গৃহস্থরা আসছেন শ্রমিক নিতে। যার যে কয়জন শ্রমিক প্রয়োজন সে সেই কয়জন শ্রমিক নিয়ে যাচ্ছে।

কয়েকজন শ্রমিক জানায়, ১৫ থেকে ২০ বছর যাবৎ উত্তরবঙ্গ থেকে ট্রেনে করে রাজবাড়ীতে আসতেন।এর মধ্যে রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, রংপুর,ঠাকুরগাঁও সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে রাজবাড়ীতে আসেন তারা। উত্তরবঙ্গের জেলা গুলোতে কাজ কম থাকায় তারা এখানে আসছেন কাজের সন্ধানে। তারা এখান থেকে রাজবাড়ী, ফরিদপুর, মানিকগঞ্জ সহ আশপাশের কয়েকটি জেলায় কাজে যায়।

রাজবাড়ীর কানাডা বাজার হতে আসা গৃহস্থ আব্দুর রশিদ মন্ডল জানান, ধান কাটার জন্য তিনি শ্রমিক নিতে এসেছেন। শ্রমিকরা ধান কাটার জন্য প্রতিদিন সাতশত টাকা করে চাচ্ছেন। আমি পাঁচশত টাকা করে বলেছি। কিন্তু রাজি হচ্ছে না।

বরাট থেকে আসা রহিম মোল্লা জানায়, পাট কাটার জন‍্য আটজন শ্রমিক প্রয়োজন। তাই এখানে শ্রমিক খুজতে এসেছি। দিন প্রতি ছয়শত টাকা করে আটজন শ্রমিক নিয়েছি। জয়পুর হাট থেকে আসা শ্রমিক গফুর মোল্লা জানায়, পরিবারে তিন ছেলে সবাই পৃথক। ফলে বাধ্য হয়েই কাজে বেড় হতে হইছে। সাত-আট বছর রাজবাড়ীতে আসি শ্রম বিক্রির জন‍্য।

চাঁপাইনবাবগঞ্জের আশরাফুল জানায়, চাপাইতে আমের সিজেন ছাড়া তেমন কোন কাজ থাকে না। আমরা শিখেছি শুধু কৃষি কাজ। এই জন্যই কাজ না থাকায় বিভিন্ন জেলায় কাজে গিয়ে থাকি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

রাজবাড়ীতে কৃষকদের ফের দেওয়া হলো প্রণোদনার পেঁয়াজবীজ

‘গোয়ালন্দ সাংবাদিক ফোরাম’ এর আহ্বায়ক হেলাল মাহমুদ, সদস্য সচিব মোজাম্মেল হক

রাজবাড়ীতে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

গোয়ালন্দে ইউএনওকে বিদায় সংবর্ধনা

গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়ীতাকে সংবর্ধনা

গোয়ালন্দে ব্যবসায়ী হত্যায় গ্রেপ্তার খুনির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রাজবাড়ীতে প্রণোদনার পেঁয়াজবীজ না গজানোয় চার হাজার কৃষকের মাথায় হাত, পুনর্বাসনের দাবি

হয়রানি বন্ধে পাংশার বিলপাড়া গ্রামে এলাকাবাসীর মানববন্ধন

গোয়ালন্দে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গোয়ালন্দে পুলিশের চেকপোস্টে ৪৭ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার ১

কামরুল হাসান সভাপতি, মনিরুল হক সম্পাদক নির্বাচিত; বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা