• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৪ ডিসেম্বর, ২০২১
সর্বশেষ আপডেট : ১৪ ডিসেম্বর, ২০২১

নানা আয়োজনের মধ্যে গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে নানা আয়োজনের মধ্য দিয়ে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। সকাল ১০টায় শহীদ ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব মাঠ প্রাঙ্গনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে শহীদ মিনারে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, পরবর্তীতে উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা সংসদ, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন, গোয়ালন্দ পৌরসভা, গোয়ালন্দ ঘাট থানা, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ, রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রী কলেজ, আব্দুল হালিম মিয়া কলেজ, সরকারি ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, উপজেলা ক্রীড়া সংস্থা, উপজেলা শিল্পকলা একাডেমী সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদ বুদ্ধিজীবী দিবসের বীর শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এসময় গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএন) আজিজুল হক খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার ঘোষ, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম তালুকদার, রাবেয়া ইদ্রিস মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল কাদের শেখ, আব্দুল হালিম মিয়া কলেজের অধ্যক্ষ বিলকিস আক্তার প্রমূখ উপস্থিত ছিলেন।

এছাড়া বিকেলে দিবসটি উপলক্ষে গোয়ালন্দ বাজার শহীদ ফকীর মহিউদ্দিন আনসার ক্লাব চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান এর সভাপতিত্বে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব কুমার ঘোষ, উপজেলা আ.লীগের সহসভাপতি শহিদুল ইসলাম খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গিয়াস প্রমূখ বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে সন্ধ্যায় প্রামাণ্যচিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর