• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২১
সর্বশেষ আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২১

মুজিববর্ষে জেলা প্রশাসনের কর্মকান্ড নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়

অনলাইন ডেস্ক

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ মুজিববর্ষে রাজবাড়ী জেলা প্রশাসনের উদ্যোগে বাস্তবায়িত বিশেষ কর্মকান্ড নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগম। রোববার সন্ধ্যায় রাজবাড়ী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রাজবাড়ী জেলায় কর্মরত সকল সাংবাদিকদের নিয়ে এ আয়োজন করেন।

সংবাদ সম্মেলনের শুরুতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে হতদারিদ্র ১০০পরিবার এর কর্মসৃজনের জন্য প্রয়োজনীয়তা যাচাই করে প্রতিটি পরিবারের জন্য একটি করে  ভ্যান ও রিক্সা বিতরণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের লক্ষ্যে “সাইকেল র‌্যালি”, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য “প্রত্যয় প্রতিবন্ধী বিদ্যালয়”, রাজবাড়ী শিশু পার্ক সচল সহ আধুনিকায়ণ, দৌলতদিয়া যৌনপল্লীতে কর্মরত কর্মীদের জন্য বিভিন্ন প্রশিক্ষণ, বঙ্গবন্ধুর স্মৃতি ঘিরে শতাধিক দুর্লভ ছবি সম্বলিত ‘জানা-অজানা বঙ্গবন্ধু’ শীর্ষক প্রকাশনা, বৃক্ষরোপণ, আন্তঃবিভাগীয় টেনিস টুর্নামেন্ট, ঢাকা ম্যারাথন-২০২১ সহ বিভিন্ন কর্মকান্ডের কথা তুলে ধরেন।

রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহাবুর রহমান শেখের সভাপতিত্বে সাংবাদিক সম্মেলনে রাজবাড়ী প্রেসক্লাবের সভাপতি অ্যাড. খান মো. জহুরুল হক, সাধারণ সম্পাদক খোন্দকার আব্দুল মতিন সহ জেলার কর্মরত গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, ডিজিটাল রেকর্ডরুমের সেবা দ্রুত সময়ের মাধ্যমে মানুষের কাছে পৌছে দেওয়ার জন্য চেষ্টা করা হবে। সেই সাথে জেলায় যেসকল শিশু শ্রমিক ব্যাটারিচালিত ইজিবাইক ও অটোভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করে সেগুলা বন্ধ করা হবে। এছাড়া রাজবাড়ীর বধ্যভূমিতে যাওয়ার রাস্তা সম্পর্কে তিনি বলেন, সেখানে বাংলাদেশ রেলওয়ের জায়াগা। আমি অনেক বার বিষয়টি নিয়ে তাদের সাথে  কথা বলেছি, রেল কর্তৃপক্ষ সেটির সমাধান করেনি। মুজিববর্ষে জেলা প্রশাসকের কর্মকান্ডের প্রতি ধন্যবান জ্ঞাপন করেন জেলায় কর্মরত সংবাদকর্মীরা।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর