• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬ ডিসেম্বর, ২০২১
সর্বশেষ আপডেট : ৬ ডিসেম্বর, ২০২১

রাজবাড়ীতে বোমাসহ নৌকা প্রার্থীর ছেলেসহ আটক দুই

অনলাইন ডেস্ক

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীর পাংশায় তিনটি হাত বোমাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। গত শনিবার রাতে উপজেলার মৌরাট ইউনিয়নের বাগদুলি বাজার এলাকার ব্রীজের উপর থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো মৌরাট ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও নৌকা মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ হাবিবুর রহমানের ছেলে শামীম প্রামানিক (৩৬) এবং একই ইউপির চরহরিনাডাঙ্গা গ্রামের ইসলাম মন্ডলের ছেলে মো. জালাল মন্ডল (৩০)। পুলিশের দাবি আ.লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. হাবিবুর রহমানের নৌকা প্রতিক নিশ্চিতের খবর পেয়ে বোমা ফাটিয়ে আনন্দ উল্লাস করছিলো তারা।

পাংশা মডেল থানার ওসি (তদন্ত) উত্তম কুমার ঘোষ জানায়, গোপন সংবাদের পুলিশ বোমা ফাটানোর বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩টি বোমা সহ দুইজনকে আটক করে। এ বিষয়ে আটককৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও জানায়,রবিবার তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

  • অপরাধ এর আরও খবর