• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩ ডিসেম্বর, ২০২১
সর্বশেষ আপডেট : ৩ ডিসেম্বর, ২০২১

গোয়ালন্দে ৪০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার এক

অনলাইন ডেস্ক

ফিরোজ আহম্মেদ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে ৪০ বোতল ফেন্সিডিলসহ মো. রাসেল (৪৩) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবির।

পুলিশ জানায়, রাসেল যশোর জেলার কোতোয়ালি থানার যশোর সদর পৌরসভা ৫ নম্বর ওয়ার্ড কারবালা বামন পাড়া এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে। তিনি পেশাদার মাদক কারবারি। তার বিরুদ্ধে একাধিক থানায় ৮ টি মাদক মামলা রয়েছে।

ওসি আরো জানান, বৃহস্পতিবার (২ ডিসেম্বর) দিবাগত গভীররাতে উপজেলার দৌলতদিয়া ক্যানাল ঘাট এলাকায় ডিউটিতে ছিলেন উপ-পরিদর্শক (এস.আই) মো. মিজানুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে তিনি জানতে পারেন এক ব্যাক্তি ফেন্সিডিল বহন ও বিক্রির জন্য ঢাকা-খুলনা মহাসড়কের বাংলাদেশ হ্যাচারির সামনে অবস্থান করছেন। পরে সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ মো. সেলিমকে আটক করেন।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরো জানান, রাসেলের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে গতকাল শুক্রবার দুপুরের পর রাজবাড়ীর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

  • অপরাধ এর আরও খবর