Rajbarimail.com
ঢাকা, শনিবার , ১৪ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ
  7. আলোচিত খবর

ইউপি সদস্য উসমান কাজীর বিরুদ্ধে তরুণকে এক সপ্তাহ আটকে রেখে নির্যাতনের অভিযোগ

রাজবাড়ী মেইল ডেস্ক
২৭ নভেম্বর ২০২১, ৯:০২ অপরাহ্ণ

Link Copied!

বিশেষ প্রতিনিধি, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় অটোরিক্সা চুরির অপরাধে রাসেল শেখ (১৯) নামের এক তরুণকে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য উসমান কাজী এক সপ্তাহ ঘরে আটকে নির্যাতনের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে ওই তরুণের পরিবার জানতে পেরে পুলিশ রাতেই ইউপি সদস্যের বাড়ির তালাবদ্ধ ঘর থেকে উদ্ধার করে।

উদ্ধার হওয়া রাসেল শেখ উপজেলার দক্ষিণ দৌলতদিয়া সৈদাল পাড়ার নজরুল শেখ এর ছেলে ঢাকায় অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। পুলিশ অভিযুক্ত তালাবদ্ধ ঘর থেকে তরুণকে উদ্ধারকালে পাহাররত অবস্থায় ইউপি সদস্য উসমান কাজীর ছোট ভাই মুকবুল কাজীকে (২৮) গ্রেপ্তার করে। সে স্থানীয় সৈদাল পাড়ার মৃত উম্বার কাজীর ছেলে। এ ঘটনায় আজ শনিবার রাসেলের খালা শুকুর জান বাদী হয়ে ইউপি সদস্যসহ ৫জনকে অভিযুক্ত ও অজ্ঞাত আরো ৭জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।

স্থানীয়রা জানান, প্রায় তিন মাস আগে একই গ্রামের সোনামুদ্দিন ফকিরের একটি অটোরিক্সা চুরি হয়। এ ঘটনায় সোনা মুদ্দিন রাসেলকে সন্দেহ করে। রাসেল এলাকায় থাকায় তাকে সোনামুদ্দিনের লোকজন আটক করে মারধর করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে। ২০ দিন আগে সোনামুদ্দিনের আরেকটি অটোরিক্সা চুরি হয়। এবারও রাসেলকে সন্দেহ করে সোনামুদ্দিনের কথামতো দৌলতদিয়া ৬নম্বর ওয়ার্ড ইউপি সদস্য উসমান কাজী, স্থানীয় আমজাদ প্রামানিক, বাকেন শেখসহ আরো কয়েকজন রাসেলকে স্থানীয় কফিল উদ্দিন ফিলিং ষ্টেশনের দ্বিতীয় তলায় আটকে মারধর করে। এমনকি রাসেলকে সন্ধ্যার পর নৌকায় নিয়ে উসমান কাজী, আব্দুল হালিমসহ কয়েকজন ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে অটোরিক্সা চুরির সাথে রাসেলের মামা মঞ্জু ফকিরসহ আরো জনের নাম জড়িত স্বীকারোক্তি দিতে বলে।

রাসেল শেখ জানান, এ নিয়ে ২০ নভেম্বর দুপুরে দৌলতদিয়া ইউপি কার্যালয়ে শালিস বসে। ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডলের সভাপতিত্বে ইউনিয়ন আ.লীগ সভাপতি মোশাররফ প্রামানিকসহ বিভিন্ন ওয়ার্ডের সদস্য, আওয়ামী লীগ নেতৃবৃন্দসহ কয়েকশ মানুষ উপস্থিত ছিলেন। শালিস বৈঠকে রাসেল ভয়ে চুরির সাথে তার মামা মঞ্জু ফকিরসহ আরো দুইজনের জড়িত থাকার কথা বলে। অপমানিত বোধ করায় মামা শালিসী বৈঠকে অচেতন হয়ে পড়লে ২৭ নভেম্বর পুনরায় দিন নির্ধারণ করে। এর আগ পর্যন্ত ইউপি সদস্য উসমান কাজীর নিয়ন্ত্রণে থাকার কথা জানিয়ে দেন চেয়ারম্যান। এরপর থেকে উসমান কাজীর একটি ঘরে তাকে তালাবদ্ধ করে রাখে। এসময় তার দুই ভাই মুকবুল ও আসাদ কাজীসহ লোকজন পাহারা দিয়ে রাখতো।

দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল বলেন, অটোরিক্সা চুরির বিষয়ে ২০ নভেম্বর শালিস হয়। রাসেল চুরির সাথে জড়িত থাকার কথা স্বীকারও করে। শালিস শেষ না হওয়ায় ২৭ নভেম্বর পুনরায় দিন ধার্য্য করা হয়। মাঝের কয়েকদিন রাসেলকে কোথায় আটকে রাখা হয়েছিল জানা নেই। আমি কাউকে আটকে রাখার নির্দেশও দেইনি।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে ইউপি সদস্য উসমান কাজীর বাড়িতে অভিযান চালিয়ে রাসেলকে উদ্ধার ও মুকবুল কাজীকে আটক করা হয়। এর আগে রাসেলের দুই খালাসহ পরিবারের অন্যদেরও মারধর করে। রাসেল সহ সবাইকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা দায়ের হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় আ.লীগ ও যুবলীগের চার নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে দুইদিন ব্যাপী তথ্য মেলার উদ্বোধন

কালুখালীতে রসুন খেত থেকে কৃষকের লাশ উদ্ধার

ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

রাজবাড়ীতে কৃষকদের ফের দেওয়া হলো প্রণোদনার পেঁয়াজবীজ

‘গোয়ালন্দ সাংবাদিক ফোরাম’ এর আহ্বায়ক হেলাল মাহমুদ, সদস্য সচিব মোজাম্মেল হক

রাজবাড়ীতে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

গোয়ালন্দে ইউএনওকে বিদায় সংবর্ধনা

গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়ীতাকে সংবর্ধনা

গোয়ালন্দে ব্যবসায়ী হত্যায় গ্রেপ্তার খুনির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রাজবাড়ীতে প্রণোদনার পেঁয়াজবীজ না গজানোয় চার হাজার কৃষকের মাথায় হাত, পুনর্বাসনের দাবি

হয়রানি বন্ধে পাংশার বিলপাড়া গ্রামে এলাকাবাসীর মানববন্ধন