• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২১
সর্বশেষ আপডেট : ১৬ নভেম্বর, ২০২১

রাজবাড়ীতে পারাপারের অপেক্ষায় ট্রাকের লম্বা লাইন

অনলাইন ডেস্ক

হেলাল মাহমুদ, রাজবাড়ীঃ দৌলতদিয়ায় ফেরী সংকট ও মাওয়া ঘাটে শুধুমাত্র ছোট গাড়ী পারাপার করার কারনে দেশের দক্ষিণাঞ্চলের ২১ জেলার প্রবেশদ্বার হিসেবে খ্যাত ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া-পাঁটুরিয়া নৌ-রুটের রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ী মুখী কল্যাণপুর পর্যন্ত আটকে আছে কয়েকশ পন্যবাহী ট্রাকের লম্বা লাইন।

সরেজমিন সোমবার বিকেল ৫টার দিকে ওদৗলতদিয়া-পাঁটুরিয়া নৌ-রুটের রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় গিয়ে এসব চিত্র দেখা যায়।

যশোর থেকে আসা রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে আটকে থাকা ভাঙ্গারী বোঝাই ট্রাক চালক আশিক বলেন, রোববার রাতে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় এলাকায় এসে আটকে আছি, এখনো ফেরীর নাগাল পাইনি। তারপর আবার কুয়াশা পড়ছে শীতে মধ্যে জবুথুবু হয়ে ট্রাকের মধ্যে বসে আছি। কখন যে ফেরীর নাগাল পাবো তার কোনো ইয়াত্তা নেই বলে ক্ষোভ প্রকাশ করেন।

খুলনা থেকে ট্রাকে করে নতুন প্রাইভেটকার নিয়ে আসা ট্রাক চালক কলিম সেখ বলেন, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরী সংকটের কারনে পরশু রাতে রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ে এসে আটকে আছি। দৌলতদিয়া প্রান্তে ফেরী কম থাকায় আমাদের আটকে থাকতে হচ্ছে ফেরীঘাটে ফেরী বাড়ানোর জন্য আপনাদের মাধ্যমে সরকারের কাছে দাবী জানাই। তাহলে মহাসড়কে আমাদের আর আটকে থেকে এতো ভোগান্তি পোহাতে হবেনা।

রাজবাড়ী ট্রাফিক পুলিশের এটিএস আই নুরুল আমীন বলেন, দৌলতদিয়া ফেরি কম থাকায় গাড়ীর চাপ বাড়ায় এ সড়কে চলাচলকারী ট্রাকগুলো পারাপারের জন্য সিরিয়ালে আটকে রাখা হয়েছে। সিরিয়ালের গাড়ী কমানোর জন্য আমরা দায়িত্ব পালন করে ট্রাকগুলোকে পার করার জন্য চেষ্টা করে যাচ্ছি বলে জানান এই কর্মকর্তা।

বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. শিহাব উদ্দিন বলেন, বর্তমানে এ নৌরুটে ১৬টি ফেরি চলাচল করছে। ফেরি সংকট ও মাওয়া ঘাটের বড় গাড়ীর চাপ থাকায় দৌলতদিয়ায় যানবাহনের চাপ একটু বেড়েছে। যে কারনে চালক ও সহকারীদের পারাপারের জন্য আটকে থেকে একটু ভোগান্তি পোহাতে হচ্ছে বলে জানান এই কর্মকর্তা।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর