Rajbarimail.com
ঢাকা, রবিবার , ২৩ মার্চ ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ

গোয়ালন্দে মুক্তিযোদ্ধাদের বীর নিবাসের ভিত্তি প্রস্তুর স্হাপন

রাজবাড়ী মেইল ডেস্ক
১০ নভেম্বর ২০২১, ১০:৪৭ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার মুক্তিযোদ্ধাদের জন্য গৃহনির্মাণ প্রকল্পের আওতায় ‘বীর নিবাস’ কাজের ভিত্তি প্রস্তর স্হাপন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার উজানচর ইউনিয়নের রিয়াজ উদ্দিন পাড়া (মৃধা ডাঙ্গা) এলাকায় বীর মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর মৃধার নিজস্ব জমিতে তাঁর জন্য গৃহ নির্মান কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন। এর মাধ্যমে মহতি এ কাজের সূচনা করা হয়।

গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী ভিত্তি প্রস্তর স্হাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা, আবুল বাসার মিয়া, উপজেলা প্রকৌশলী বজলুর রহমান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আবু সাঈদ মন্ডল, মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের ফরিদপুর বিভাগের বিভাগীয় উপ-সহকারী প্রকৌশলী মো. জসীম মোল্লা, ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স ওয়াসিফ কনষ্ট্রাকশনস এর সত্ত্বাধিকারী গাজী সালাউদ্দিন প্রমূখ। এ সময় এ মহতি প্রকল্পের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান জানান, প্রাথমিক পর্যায়ে গোয়ালন্দে ১৪ জন বীর মুক্তিযোদ্ধার জন্য ঘর নির্মাণ কাজের অনুমোদন হয়েছে। পর্যায়ক্রমে প্রত্যেক মুক্তিযোদ্ধার জন্য ঘর বরাদ্দ প্রদান করা হবে। মুক্তিযোদ্ধা সংসদের নেতৃস্থানীয় মুক্তিযোদ্ধাদের সুপারিশের ভিত্তিতে ঘর বরাদ্দ প্রদান করা হয়েছে।

অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ প্রকল্প বীর নিবাস এর দদায়িত্বপ্রাপ্ত মুক্তিযোদ্ধা মন্ত্রনালয়ের ফরিদপুর বিভাগের বিভাগীয় উপ-সহকারী প্রকৌশলী মো. জসীম মোল্লা বলেন, প্রতিটি ঘর নির্মাণে ১৪ লক্ষ ১০ হাজার টাকা করে বরাদ্দ রয়েছে। প্রতিটি ঘরে দুইটি শয়ন কক্ষ, একটি রান্নাঘর, একটি সংযুক্ত বাথরুম ও বরান্দা সম্বলিত ঘর নির্মাণ করা হবে। যাতে একজন বীর মুক্তিযোদ্ধা বাকি জীবন পরিবার-পরিজন নিয়ে শান্তিতে বসবাস করতে পারবেন।

বীর মুক্তিযোদ্ধা মো. জাহাঙ্গীর মৃধা বলেন, আমার এক সন্তান ঢাকার একটি বেসরকারি হাসপাতালের কর্মী হিসেবে চাকুরী করেন। একমাত্র মেয়ে পড়াশুনা করে। নিজের একটি ভালো থাকার ঘর নেই। সরকার থেকে একটি পাকা ঘর করে দেওয়ায় আমি খুবই আনন্দিত। দেশ স্বাধীনের সময় যেমন আনন্দিত হয়েছিলাম। তেমনি স্বাধীনতার এতদিন পর থাকার একটি পাকা ঘর পেয়ে আমি গর্ভ অনুভব করছি। এ জন্য সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গোয়ালন্দে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

রাজবাড়ীতে বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ইয়ামাহা রাইডার্স ক্লাব রাজবাড়ীর ইফতার মাহফিল

প্রাথমিক শিক্ষক সমিতির আয়োজনে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত

কালুখালিতে তিন মাদরাসা শিশুকে বলাৎকার চেষ্টার অভিযোগে শিক্ষক আটক

রাজবাড়ীতে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

দৌলতদিয়ায় জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত

গোয়ালন্দে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে গনধর্ষণ মামলার আসামী গ্রেপ্তার

রাজবাড়ীতে এক মাস পর স্বেচ্ছাসেবক দলের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা

ঈদে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ১৭টি ফেরি ও ২০টি লঞ্চ চলবে, চালু থাকবে ৩টি করে ঘাট