Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজনীতি

ছোট ভাকলায় ইউপি নির্বাচনে নৌকার প্রার্থী আমজাদ হোসেনের গণসংযোগ

রাজবাড়ী মেইল ডেস্ক
২ নভেম্বর ২০২১, ১১:২০ অপরাহ্ণ

Link Copied!

মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার আসন্ন দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছোট ভাকলা (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. আমজাদ হোসেন গণসংযোগ, উঠান বৈঠক ও প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় অতিবাহিত করছেন।

এদিকে ছোটভাকলা ইউনিয়নের কাটাখালি বাজার, মৌলভী বাজার, বরাট ভাকলা বাজার সহ দিনব্যাপী বিভিন্ন গ্রামে গণসংযোগ এবং বিভিন্ন শ্রেণী- পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। চায়ের দোকান, পাড়া মহল্লা, হাট বাজার সহ বিভিন্ন জায়গায় আলোচনার কেন্দ্র বিন্দু কেবলমাত্র নৌকা প্রতিকের চেয়ারম্যান পদ ঘিরেই আর্বতিত হচ্ছে।

ইতমধ্যে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী আমজাদ হোসেন প্রচার-প্রচারণা ও গণসংযোগের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরে ভোটারদের দৃস্টি আকর্ষণ এবং আলোচনায় উঠে আশার চেস্টা করছে। তবে আলোচনার শীর্ষে রয়েছে আর্দশিক ও তরুণ নেতৃত্ব ২ বারের নির্বাচিত চেয়ারম্যান মো. আমজাদ হোসেন। তিনি পারিবারিক ভাবেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের রাজনৈতিক আওয়ামী লীগের ওপর দিয়ে অনেক ঝড়-ঝাপটা বইয়ে গেছে, কিন্ত আমজাদ হোসেন এর পরিবার কখানোই আওয়ামী লীগ থেকে বিচ্যুত হয়নি।

জানা গেছে, ইউপি চেয়ারম্যান নির্বাচিত হতে একজন প্রার্থীর যে ধরণের রাজনৈতিক, সামাজিক, পারিবারিক পরিচিতি, আর্থিক স্বচ্ছলতা, ব্যক্তি ইমেজ, উন্নয়ন মানসিকতা ও গ্রহণযোগ্যতা ইত্যাদি প্রয়োজন আমজাদ হোসেন সেই সব গুনের অধিকারী সম্পন্ন প্রার্থী।এসব বিবেচনায় নির্বাচনের মাঠে গণসংযোগ ও প্রচার-প্রচারণায় অন্যদের থেকে তিনি এগিয়ে রয়েছে।

গনসংযোগ কালে সোমবার সন্ধ্যার পর ছোট ভাকলা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মৌলভী বাজারে উঠান বৈঠকে তিনি ইউনিয়নের সকল শ্রেণী-পেশার মানুষের কাছে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের চিত্র তুলে ধরেন এবং নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন৷ এসময় তাঁর সাথে গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সী, পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল সহ ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, কৃষকলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগ নেতাকর্মিরা উপস্থিত ছিলেন৷

গনসংযোগ কালে উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোস্তাফা মুন্সী বলেন, বর্তমান চেয়ারম্যান মো. আমজাদ হোসেন দীর্ঘদিন ধরে ছোটভাকলা ইউনিয়নের মাটি ও মানুষের সাথে মিশে আছে৷ একজন সেবক হিসেবে ইউনিয়নের গরীব, দুখী মানুষের পাশে থাকতে চায় সে৷ সে জন্য আপনাদের দোয়া ও সমর্থনে দলীয় মনোনয়ন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিয়েছে। সেজন্য উন্নয়নের ধারা অব্যহত রাখতে সবাই দলমত নির্বিশেষে নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন।

উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর গোয়ালন্দ উপজেলার দুটি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হবে৷

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে প্রণোদনার পেঁয়াজবীজ না গজানোয় চার হাজার কৃষকের মাথায় হাত, পুনর্বাসনের দাবি

হয়রানি বন্ধে পাংশার বিলপাড়া গ্রামে এলাকাবাসীর মানববন্ধন

গোয়ালন্দে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গোয়ালন্দে পুলিশের চেকপোস্টে ৪৭ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার ১

কামরুল হাসান সভাপতি, মনিরুল হক সম্পাদক নির্বাচিত; বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রাজবাড়ীতে পেঁয়াজ বীজ বপনে ক্ষতিগ্রস্ত কৃষকের পূনর্বাসনের দাবিতে মানববন্ধন

গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

রাজবাড়ীতে আইনজীবী হত্যার প্রতিবাদ ও ‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে ইমাম কমিটির বিক্ষোভ

ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যার প্রতিবাদে গোয়ালন্দে তৌহিদি জনতার মানববন্ধন

গোয়ালন্দে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আনন্দ একাদশ

রাজবাড়ীর পদ্মার পাড়ে রাতের আঁধারে ছয় কৃষকের ফসল নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা

গোয়ালন্দে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ