Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৯ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. কৃষি ও অর্থনীতি

রাজবাড়ীতে তিন দশকে নদীতে বিলীন হয়েছে ৯ হাজার ৯৬০ হেক্টর জমি

রাজবাড়ী মেইল ডেস্ক
২৫ অক্টোবর ২০২১, ১০:২৭ অপরাহ্ণ

Link Copied!

শামিম রেজা, রাজবাড়ীঃ রাজবাড়ী জেলার পাঁচটি উপজেলার চারটি উপজেলা পাংশা-কালুখালী-রাজবাড়ী সদর ও গোয়ালন্দ উপজেলা পদ্মার পাড় ঘেষে।গেল তিন দশকের বেশি সময় ধরে পদ্মার তীব্র ভাঙনের মুখে পড়েছে এই জেলা। এরই মধ্যে নদীর পেটে চলে গেছে হাজার হাজার হেক্টর জমি, ঘড়বাড়ি, গাছপালা, শিক্ষা প্রতিষ্ঠান, মন্দির, মসজিদ, কবর স্থানসহ বিভিন্ন স্থাপনা। সম্প্রতি পদ্মা আবারও আগ্রাসী রুপ ধারন করেছে।

মিজানুর ইউনিয়নের চরসিলিমপুর এলাকায় নতুন করে ২৫ মিটার এলাকায় ভাঙ্গন দেখা দেয়। গত দুই মাসে পদ্মার ভাঙ্গনে এক হাজার মিটারের বেশি এলাকাসহ শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ ও বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যায়। সদর উপজেলায় পদ্মা এখন পৌরসভার ৯নং ওয়ার্ডে প্রবেশ করেছে। এলাকা ভেদে শহর রক্ষা বাধ থেকে নদীর দূরত্ব দশ ফুটের মধ্যে।যে কোন মূহর্তে শহর রক্ষা বেড়ি বাঁধটিও পদ্মার পেটে চলে যাওয়ার আশঙ্কা স্থানীয়দের।ফলে চলমান ভাঙনের ফলে পদ্মা পাড়ের মানুষেরা উদ্বেক- উৎকণ্ঠার মধ্যে রয়েছে।

সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের শফিক মোহাম্মদ আলী জানায়, একটা সময় তার জায়গা জমি ছিলো প্রায় আশি বিঘা।সে সময় তার জমিতে উস্তা, পটল, ধান, আখসহ বিভিন্ন ফসলের আবাদ করতো। সংসারে কোন অভাব ছিলোনা। এক দশকে নদী ভাঙ্গনের কারণে সব হারিয়ে নিঃস্ব।

একই গ্রামের কেসমত আলী মন্ডল জানায়, তার একশ বিঘা জমি ছিলো। সেই জমি থেকে ধান, পাট, সবজিসহ বিভিন্ন সবজি আবাদ হতো। ক্ষেত পরিচর্জার জন্য প্রতিদিন পনের থেকে বিশজন শ্রমিক কাজ করতো।ভাঙ্গনের কারণে তার জায়গা-জমি সব কিছুই এখন পদ্মার পেটে। এখন তিনি অন্যের বাড়িতে শ্রম বিক্রি করে সংসার চালান। অর্থের অভাবে ছেলে-মেয়েদের লেখা পড়া করাতে পারেন নাই।

সম্প্রতি পদ্মা পৌরসভার ভেতরে প্রবেশ করেছে। স্থায়ী ব্যবস্থা গ্রহন না করা হলে বেড়ি বাধ থাকবে না। সেই সাথে রাজবাড়ী শহর আস্তে আস্তে নদীতে হারিয়ে যাবে। এজন্য জরুরী ভিত্তিত্বে ভাঙ্গন রোধে ব্যবস্থা নেওয়ার দাবী তার।

পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে, ১৯৮৫ সাল থেকে ২০২১ সালে সেপ্টেম্বর মাস পর্যন্ত নদীতে বিলীন হয়েছে ৯ হাজার ৯৬০ হেক্টর জমি। এর মধ্যে সদর উপজেলা থেকে গোয়ালন্দ উপজেলা পর্যন্ত ৮ হাজার হেক্টর, সদর থেকে থেকে কালুখালী ২৬০ হেক্টর , কালুখালী থেকে পাংশা উপজেলায় ১ হাজার ৭শ হেক্টর জমি। ২০০৮ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত স্থায়ী নদী ভাঙ্গন রোধে ৩টি প্রকল্পে ৫৫০ কোটি ৬৩ লক্ষ টাকা বরাদ্দ এসেছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আব্দুল আহাদ জানায়, নদীর গতিপথ পরিবর্তনের জন্য ভাঙ্গনের সৃষ্টি হয়েছে।নদীর পাড় যেন ক্ষতিগ্রস্থ না হয় তার জন্য জিও ব্যাগ ও জিও টিউব ফেলে ভাঙ্গন রোধ করা হয়েছে। জেলায় ৮৫ কিলোমিটার এলাকায় রয়েছে পদ্মা নদী।সব জায়গা নদীর তীর সংরক্ষন সম্ভবনা বা প্রয়োজন নাই। অত্যাধিক গুরুত্বপূর্ণ জায়গায় চিহ্নিত করে বড় এক প্রকল্পের প্রস্তাব করেছি। পাংশা ও কালুখালী উপজেলায় ১১কিলোমিটার, সদর উপজেলার চরসিলিমপুর থেকে মহাদেবপুর ৪ কিলোমিটার, গোয়ালন্দের অন্তর মোড় থেকে গোয়ালন্দ পর্যন্ত চার কিলোমিটার নদীর তীর সংরক্ষণ কাজ ধরা আছে।

ইতিমধ্যে বোর্ডে একটি নোটশীট প্রেরণ করেছে।সব মিলিয়ে ২০ কিলোমিটার এলাকার কাজ স্থায়ীভাবে সিসি ব্লক দ্বারা প্রয়োজন আছে কি না। ড্রেজিং কম্পোনেন্ট করার প্রয়োজন রয়েছে কি না, ড্রেজিং কম্পোনেন্ট অন্তভূক্ত করলে ঠিক কতটুকু দরকার আছে। এটা যক্তিকভাবে এবং তারা মর্ফলজিক্যাল স্ট্যাজি করবার জন্য বোর্ডে দিয়েছে। বোর্ড থেকে একটা মর্ফলজিক্যাল স্ট্যাজি হবে যে ভাঙ্গন প্রবল এলাকায় কোথায় স্থায়ী সিসি ব্লক দিয়ে কাজ হবে আর কোথায় জিও ব্যাগ ও জিওটিউবের কাজ হবে। সেই প্রপোজালটা তাদের কাছে আসলে আবার পূননির্মান করে পাশের জন্য বোর্ডে পাঠাবে। আর আপাতত এখন রিপিয়ারিংয়ের কাজ চলছে। পানি কমে গেলে সিসি ব্লক দিয়ে পূননির্মান করা হবে।

জেলা প্রশাসনের তথ্য মতে, গত দুই বছরে জেলায় নদী ভাঙ্গনে ৮৬০টি পরিবার বসতভিটা হারিয়েছে। ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের মাঝে টিন, নগদ অর্থ সহায়তা করা হয়েছে।

জেলা প্রশাসক দিলসাদ বেগম জানায়, রাজবাড়ী জেলা প্রতি বছরই নদী ভাঙ্গে।এবছর গোদার বাজার এলাকায় তিনটা পয়েন্টে ভাঙ্গনের কারণে নদী শহর রক্ষা বাধের কাছে চলে এসেছে।বিশেষজ্ঞ দ্বারা একটা তদন্ত করে সেখানে যেন উপযুক্ত কার্যক্রম গ্রহন করা হয় তার জন্য পানি সম্পদ মন্ত্রনালয়ে একটি চিঠি লিখেছি।ভাঙ্গন রোধে জেলা প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে প্রণোদনার পেঁয়াজবীজ না গজানোয় চার হাজার কৃষকের মাথায় হাত, পুনর্বাসনের দাবি

হয়রানি বন্ধে পাংশার বিলপাড়া গ্রামে এলাকাবাসীর মানববন্ধন

গোয়ালন্দে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গোয়ালন্দে পুলিশের চেকপোস্টে ৪৭ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার ১

কামরুল হাসান সভাপতি, মনিরুল হক সম্পাদক নির্বাচিত; বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

রাজবাড়ীতে পেঁয়াজ বীজ বপনে ক্ষতিগ্রস্ত কৃষকের পূনর্বাসনের দাবিতে মানববন্ধন

গোয়ালন্দে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

রাজবাড়ীতে আইনজীবী হত্যার প্রতিবাদ ও ‘ইসকন’ নিষিদ্ধের দাবিতে ইমাম কমিটির বিক্ষোভ

ইসকন নিষিদ্ধ ও আইনজীবী হত্যার প্রতিবাদে গোয়ালন্দে তৌহিদি জনতার মানববন্ধন

গোয়ালন্দে নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আনন্দ একাদশ

রাজবাড়ীর পদ্মার পাড়ে রাতের আঁধারে ছয় কৃষকের ফসল নষ্ট করে দিয়েছে দুর্বৃত্তরা

গোয়ালন্দে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধনের অভিযোগ