• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২১
সর্বশেষ আপডেট : ২৩ অক্টোবর, ২০২১

পাংশায় অভিযানে ৭ জেলে আটক, ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

অনলাইন ডেস্ক

ষ্টাফ রিপোর্টার, পাংশাঃ মা ইলিশ রক্ষায় রাজবাড়ীর পাংশা উপজেলার পদ্মা নদীতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। শনিবার পাংশা উপজেলায় পদ্মা নদীতে অভিযানের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার। এসময় ৫ কেজি ইলিশ মাছ, ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করাসহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

এর মধ্যে ৬ জনকে ৩ হাজার টাকা করে মোট ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। একজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় তাকে তার পরিবারের নিকট জিম্মায় প্রদান করা হয়। উদ্ধারকৃত মাছ এতিমখানায় প্রদান করা হয় ও কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ফেলা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য অফিসার মোঃ মশিউর রহমান, রাজবাড়ী সদরের সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রোকনুজ্জামান, পাংশা উপজেলা মৎস্য কর্মকর্তা সাইদ আহমেদ ও পাংশা থানা পুলিশের একটি দল।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর