• ঢাকা
  • বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২১
সর্বশেষ আপডেট : ২১ অক্টোবর, ২০২১

রাজবাড়ীতে হিন্দু মহাজোট ও ছাত্র মহাজোটের মানববন্ধন ও বিক্ষোভ

অনলাইন ডেস্ক

ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ সাম্প্রতিক সময়ে কুমিল্লা, কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায় দূর্গা মন্দিরসহ প্রতিমা ভাংচুর ও হিন্দু সম্প্রদায়ের উপর হামলা, লুটতরাজ, সাম্প্রদায়িক সম্প্রিতি নষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত উগ্র মৌলবাদ, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ ও মদদদাতাদের বিরুদ্ধে রাজবাড়ীতে বাংলাদেশ হিন্দু মহাজোট ও ছাত্র মহাজোট রাজবাড়ী জেলা শাখার আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (২১অক্টোবর) বিকালে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা ও  জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, বাংলাদেশ হিন্দু মহাজোট ও ছাত্র মহাজোট রাজবাড়ী জেলা শাখার আহবায়ক লক্ষণ চন্দ্র মন্ডল, সদস্য সচিব এ্যাডঃ বাসুদেব প্রামাণিক, যুগ্ন আহবায়ক প্রভাত ভাতুরী, যুগ্ন সদস্য সচিব সূর্য কুমার শিকদার,  পাংশা উপজেলা নিবার্হী সভাপতি বিপুল কুমার রায়, পাংশা উপজেলার সাংগঠনিক সম্পাদক ইন্দ্রজীৎ বিশ্বাস, সদস্য রতন দাস, সহাদেব বিশ্বাস,  সবিতা রায়, সঞ্জয় চক্রবর্ত্রী কালুখালী উপজেলা প্রচার সম্পাদক, গণেশ চন্দ্র পাল কার্যকারী সদস্য কালুখালী, রাম চন্দ্র শিকদার কালুখালী আইন বিষয়ক সম্পাদক সহ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে।গুজব ছড়িয়ে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে যে হামলা হয়েছে, তা মেনে নেওয়া যায় না। এই দেশের মাটিতেই এসব ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করতে হবে। তাদের শাস্তির আওতায় এনে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। সম্প্রতির বন্ধনে সবাই একত্রে থাকতে চাই।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর