• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২১
সর্বশেষ আপডেট : ২১ অক্টোবর, ২০২১

দৌলতদিয়ায় ডিবির অভিযানে ২৫০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার ২

অনলাইন ডেস্ক

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া তাহের কাজী পাড়া থেকে ২৫০ পিস ইয়াবাবড়ি সহ ২ জনকে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতরা হলো, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া তাহের কাজী পাড়ার সাত্তার সরদারের ছেলে মোঃ মহিউদ্দিন সরদার ( ৩২) ও আনোয়ার হোসেনের ছেলে রিপন মাহমুদ (৩০)।

জানাযায়, রাজবাড়ী পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান সার্বিক দিক নির্দেশনায় জেলাকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করতে জেলা গোয়েন্দা ডিবি পুলিশের ওসি প্রানবন্ধু চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে বুধবার (২০ অক্টোবর) বিকাল ৫ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জাহাঙ্গীর মাতুব্বর ও এএসআই মোঃ মেহেদী হাসান সঙ্গীয় ফোর্স সহ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া তাহের কাজি পাড়ার জনৈক শামছু সরদার (৪৫), এর বসত বাড়ীর দক্ষিণ পাশের কাচা রাস্তার উপর হতে ২৫০ পিস ইয়াবাবড়ি সহ  জনকে গ্ৰেপ্তার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৭৫ হাজার টাকা।

এ ঘটনায় বুধবার গোয়ালন্দ ঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণো আইনে একটি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

আরও পড়ুন

  • অপরাধ এর আরও খবর