নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে মুক্তিযোদ্ধাদের ঘর নির্মানের জন্য লটারির মাধ্যমে ঠিকাদার নির্বাচন করা হয়েছে ।
জানা গেছে, এ উপজেলায় ১০ জন দুঃস্থ্য বীর মুক্তিযোদ্ধাকে নতুন ঘর তৈরী করে দেওয়ার প্রকল্প গ্রহন করা হয়েছে। প্রতিটি ঘর তৈরীতে ব্যায় ধরা হয়েছে ১৩ লক্ষ ৩৫ হাজার টাকা। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের অধীনে ঘর নির্মানের এ প্রকল্প বাস্তবায়ন করা হবে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রকল্পের সভাপতি আজিজুল হক খান এর কার্যালয়ে মঙ্গলবার ঠিকাদার নির্বাচনের এ প্রক্রিয়া সম্পন্ন করেন।
এ সময় গোয়ালন্দ উপজেলা প্রকৌশলী মোঃ বজলুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাসুদুর রহমান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আবু সাইদ মন্ডল উপস্হিত ছিলেন।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু সাঈদ মন্ডল জানান, ঘর নির্মানে কাজের জন্য ১৩১ টি আবেদন জমা পড়েছিল। এর মধ্যে লাইসেন্স নবায়ন না থাকায় ৬ টি আবেদন বাতিল হয়ে যায়। বাকি ১২৫ টি আবেদনের মধ্য হতে লটারির মাধ্যমে ফরিদপুরের ওয়াসিফ কনস্ট্রাকশন প্রথম, মেসার্স লালন ট্রেডার্স দ্বিতীয় এবং মেসার্স নেসা বহুমুখী ট্রেডার্স তৃতীয় হন। প্রথম জন কোন কারনে বাতিল হলে বা কাজ করতে অনিহা প্রকাশ করলে প্রথমে ২য় এবং সর্বশেষ ৩য় জনকে সুযোগ দেয়া হবে।