• ঢাকা
  • বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬ অক্টোবর, ২০২১
সর্বশেষ আপডেট : ৬ অক্টোবর, ২০২১

প্রয়াত গণি মন্ডল স্মরণে দৌলতদিয়ায় আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

কামাল হোসেন ও মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের তিন বারের ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মরহুম আব্দুল গণি মন্ডলের স্মরণে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬অক্টোবর) বিকালে জদুফকিরপাড়া সরকারি প্রাঃ বিদ্যালয় চত্বরে দৌলতদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডবাসীর আয়োজনে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  দৌলতদিয়া জলিল সরদার পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়ের সাবেক সহকারি শিক্ষক মো. আলাউদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সি।

সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারন সম্পাদক ফকীর আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. আবুল কামাল আজাদ, পৌর আওয়ামীলীগের যুগ্ন-সাধারন সম্পাদক সালাহউদ্দিন মাহমুদ রেজা, দৌলতদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রশিদ টিটু, দৌলতদিয়া মডেল হাই ষ্কুলের প্রধান শিক্ষক মো. শহিদুল ইসলাম, সমাজসেবক মো. হালিম ফকির, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. ফরহাদ শেখ, সাধারণ সম্পাদক মহিউদ্দিন শেখ, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক মুক্তার হোসেন মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মাসুদুর রহমান ঠান্ডু, সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেন লিমন সহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ। সভা সঞ্চালনা করেন দৌলতদিয়া ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল।

এ সময় মরহুম গনি মন্ডলের মৃত্যু জনিত কারণে শুণ্য দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের উপ নির্বাচনে তিন বারের ইউপি সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মরহুম আব্দুল গণি মন্ডলের বড় সন্তান মো. আলমগীর হোসেন প্রার্থী হিসাবে সকলের দোয়া চেয়েছেন।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর