• ঢাকা
  • বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২১
সর্বশেষ আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২১

রাজবাড়ীতে খোলা আকাশের নিচে পাঠদান

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ পদ্মার ভাঙ্গনে নদীগর্ভে বিলীন হয়েছে রাজবাড়ী সদর উপজেলার চর সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ফলে ওই বিদ‍্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান চলছে এখন খোলা আকাশের নিচে।

সরেজমিন সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের চরসিলিমপুর সরকারি সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ে গিয়ে দেখা যায়, ধ্বংসস্তুপের মত পড়ে আছে বিদ‍্যালয়ের অর্ধেক অংশ। ওই স্থান থেকে দুইশত মিটার দূরে খোলা আকাশের নিচে চলছে পাঠদান কার্যক্রম। প্রচন্ড গরমে গাছতলায় ওই বিদ‍্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস নিচ্ছে শিক্ষকেরা।

চতুর্থ শ্রেনীর ছাত্রী রোমানা আক্তার জানায়, স্কুল নদীতে ভেঙ্গেগেছে। তাই গাছতলায় ক্লাস করছি। মাঝে মাঝে রৌদ লাগছে গায়ে তখন খুবই গরম লাগে।

পঞ্চম শ্রেনীর ছাত্রী আয়শা খাতুন জানায়, গাছতলায় ক্লাস করতে ভালো লাগছে না। পড়ার সময় গাছ থেকে একটি পাখি গায়ে বাথরুম করে দেয়। একটা ভবন হলে আমাদের ভালো হতো।

জানা যায়, বিদ‍্যালয়টি স্থাপিত ১৯৮৯ সালে। প্রথম দফায় নদী ভাঙ্গনের কারণে চরসিলিমপুর এলাকায় স্থানান্তরিত করা হয়। এক দশক আগেও বিদ‍্যালয়ে ছাত্র-ছাত্রী ছিলো ৪ শতাধিক। নদী ভাঙ্গনের কারনে ওই এলাকায় বসতি কমে যাওয়ায় শিক্ষার্থীর সংখ‍্যা কমতে থাকে। বর্তমানে বিদ‍্যালয়টিতে ১০৮জন ছাত্র-ছাত্রী রয়েছে।

প্রধান শিক্ষক ঈমান আলী ফকির জানায়, কয়েকদিন আগে বিদ‍্যালয়টি ভেঙ্গে গেছে। সে সময় কিছু আসবাস পত্র অন‍্যত্র সড়িয়ে নিতে পেরেছি। একটা টিনের ঘরছিলো সেটা ভেঙে স্থানীয় একজন বাসিন্দা জমি দিয়েছে সেইখানে ঘর বানানোর প্রস্ততি নিচ্ছি। পাশাপাশি গাছতলায় ছাত্র-ছাত্রীদের পাঠদান চালু রেখেছি।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাওমি মোঃ সায়েম জানায়,বিদ্যালয়টি পাশেই অস্থায়ী পুণঃনির্মাণের কাজ চলছে।দু এক দিনের মধ্যেই টিনের ঘর নির্মান হয়ে যাবে। সেখানেই তখন ছাত্র-ছাত্রীরা ক্লাস করতে পারবে।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর