• ঢাকা
  • বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২১
সর্বশেষ আপডেট : ২২ সেপ্টেম্বর, ২০২১

গোয়ালন্দে ভ্রাম্যমাণ আদালত কতৃক মুরগীর খামারীকে জরিমানা

অনলাইন ডেস্ক

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার  উজানচর ইউনিয়নের পশ্চিম উজানচর ১নং ওয়ার্ডের জানোকী রায়ের পাড়ায় অবস্থিত একটি মুরগীর খামারে অভিযান চালিয়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ ১৯৯৫ সংশোধিত আইনে ১০হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) দুপুরে  সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্থানীয় আব্দুল আওয়াল এর মুরগির খামারে অভিযান শেষে এ জরিমানা করা হয়। খামারীর মালিকের পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র না থাকা, পরিবেশ দূষনের কারণে স্থানীয়দের বসবাসে অযোগ্য করে তোলা সহ নানা ধরনের অভিযোগ রয়েছে।

সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রফিকুল ইসলাম বলেন, দুপুরে আব্দুল আওয়াল এর মুরগির খামারে অভিযান চালিয়ে পরিবেশ দূষণ ও স্থানীয়দের বসবাসে সমস্যা সৃষ্টির অভিযোগে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ ১৯৯৫ সংশোধিত আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।একই সাথে তাঁকে আগামী ৩০দিনের মধ্যে পরিবেশ অধিদপ্তরের অনুমোদন পত্র দেখাতে বলা হয়েছে। সেক্ষেত্রে সে অনুমোদন পত্র দেখাতে না পারলে ওই স্থান থেকে তার মুরগির খামার অপসারণ করতে হবে।

ভ্রম্যমাণ আদালত পরিচালনায় সহযোগীতা করেন গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এস.আই) দেওয়ান মো. শামীম এর নেতৃত্বে গোয়ালন্দ ঘাট থানা পুলিশের একটি দল।

আরও পড়ুন

  • অপরাধ এর আরও খবর