• ঢাকা
  • বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর, ২০২১
সর্বশেষ আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২১

গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। পৌনে ৭ কোটি টাকা ব্যায়ে রোববার দুপুরে নির্মিত কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের ভিত্তি প্রস্তর করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গোয়ালন্দ উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্র জানায়, গোয়ালন্দ উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্পের (২য় পর্যায়) ণির্মাণ কাজের জন্য কার্যাদেশ প্রদান করা হয়েছে ফরিদপুরের গোপালপুরের সালাম কন্সট্রাকশন লিমিটেড এর অনুকূলে। কাজের অনুমোদিক প্রাক্কলিত মূল্য ধরা হয়েছে ৬ কোটি ৫৫ লাখ ৯৪ হাজার ৭৫১ টাকা। এতে চুক্তি মূল্য ধরা হয়েছে ৬ কোটি ৮৭ লাখ ৪১ হাজার ৪০৩ টাকা। চলতি বছরের ২১ এপ্রিল কাজ শুরুর তারিখ নির্ধারণ করা হয়। আগামী ২০২২ সালের ২০ জুলাই কাজ শেষ করার কথা রয়েছে। অর্থাৎ কার্যাদেশ প্রদানের পর থেকে ৪৫৫ দিনের মধ্যে কাজ সম্পন্ন করার কথা।

ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি সাংসদ কাজী কেরামত আলী ছাড়াও অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা প্রকৌশলী মো. বজলুর রহমান খান, কাজের ঠিকাদার কাজী হেফাজত আলী টিটো প্রমূখ উপস্থিত ছিলেন।

কাজের ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি কাজী হেফাজত আলী টিটো বলেন, চার তলা ভবন সম্প্রসারণ কাজের মধ্যে প্রশাসনিক ভবন, মিলনায়তন রয়েছে। যথা সময়ের মধ্যে কাজ শুরু হয়ে ইনশাআল্লাহ যথা সময়ে কাজ শেষ হবে বলে তিনি আশাবাদ প্রকাশ করেন। তবে বর্তমান ভবনের অবকাঠামোসহ অন্যান্য কাজ শেষ করতে একটু দেরি হচ্ছে বলেও জানান তিনি।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর