Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১২ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

দৌলতদিয়া ঘাটে ওরস ফেরত গাড়ির চাপে লম্বা লাইন, দুর্ভোগ

রাজবাড়ী মেইল ডেস্ক
১৫ সেপ্টেম্বর ২০২১, ১১:০৬ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে বুধবার সকাল থেকে যানবাহনের লম্বা লাইন তৈরী হয়। ফরিদপুরের আটরশির ওরস ফেরত গাড়ির চাপে এই পরিবহনের চাপ বাড়ে। এসব গাড়ি ২ থেকে ৩ ঘন্টা লাইনে দাড়িয়ে ফেরির জন্য অপেক্ষা করতে হয়। ফলে যাত্রী, গাড়ি চালকদের দুর্ভোগে পড়তে হয়।

ঘাট সংশ্লিষ্টরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে পদ্মা নদীতে দ্রুত পানি কমতে থাকায় নদীর স্রোত আগের থেকে অনেকটা কমে যায়। এতে করে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল অনেকটা স্বাভাবিক হয়ে আসে। আগের থেকে ঘাট সংখ্যা বেড়ে যায়। ফেরি সংখ্যাও বাড়িয়ে ১৮টির পরিবর্তে ২০টি করা হয়। দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে যানবাহনের চাপ খুব বেশি থাকছে না। মাঝে মধ্যে যানবাহনের লাইন হলেও তা স্বল্প সময়ের মধ্যে ফেরিতে উঠে পড়ায় দুর্ভোগ অনেকটা কমে যায়। তবে বুধবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার পর থেকে আটরশির ওরশ ফেরত গাড়ি দৌলতদিয়া ঘাটে আসতে থাকায় চাপ বাড়তে থাকে। এতে ঢাকামুখী পরিবহনের লম্বা লাইন তৈরী হয়। বিভিন্ন যানবাহনের সাথে ওরস ফেরত গাড়ির কারনে ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহনের প্রায় তিন কিলোমিটার লম্বা লাইন তৈরী হয়েছে। প্রখর রৌদ আর গরমে আটকে থাকা যানবাহনের যাত্রীদের বাড়তি দুর্ভোগ পোহাতে হচ্ছে।

যশোর থেকে আসা একটি পণ্যবাহী গাড়ির চালক আব্দুর রহিম বলেন, সকাল থেকে ফেরির জন্য লাইনে ছিলাম। এরপর দেখি শত শত ওরশের বাস আসতে থাকে। অগ্রাধিকার ভিত্তিতে ওরশের গাড়ি আগে ফেরিতে ওঠার সুযোগ করে দেওয়ায় আমরা প্রায় ৬ ঘন্টা ধরে অপেক্ষায় আছি।

ময়মনসিংহ থেকে আসা ওরশ ফেরত একটি গাড়ির যাত্রী ইউনুস মোল্লা বলেন, আমরা সোমবার রাতে আটরশি এসেছিলাম। দুই রাত থাকার পর বুধবার সকালে মোনাজাত করে সকাল ৯টার দিকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওয়ানা করেছি। প্রায় ৪ ঘন্টা ধরে লাইনে অপেক্ষা করছি। আমরা একই এলাকা থেকে ৬টি বাস নিয়ে ওরশে এসেছিলাম। তাদের মতো এরকম অনেক গাড়ি রয়েছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া কার্যালয়ের ব্যবস্থাপক জামাল হোসেন বলেন, ২০টির মধ্যে ২টি বড় ফেরি দুইদিন ধরে যান্ত্রিক ত্রুটিতে বিকল রয়েছে। বুধবার সকালে একটি বের হওয়ায় বর্তমানে ১৯টি চলছে। ৫টি ঘাটের মধ্যে ৩নম্বর ঘাটে সেনাবাহিনীর সাজোয়া যান থাকায় সাধারণ গাড়ি ফেরিতে ওঠানামা সাময়িক বন্ধ রয়েছে।

তিনি আরো বলেন, বুধবার সকাল থেকে আটরশির ওরশ ফেরত ২৫০টির মতো বাস আসায় ঘাটে বাড়তি চাপ পড়েছে। এসব বাস ফেরির নাগাল পেতে ২ থেকে ৩ ঘন্টা করে অপেক্ষা করতে হচ্ছে। সেই সাথে প্রতিদিনের ঢাকামুখী সাধারণ গাড়ি তো রয়েছেই।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে বিক্ষোভ

রাজবাড়ীতে কৃষকদের ফের দেওয়া হলো প্রণোদনার পেঁয়াজবীজ

‘গোয়ালন্দ সাংবাদিক ফোরাম’ এর আহ্বায়ক হেলাল মাহমুদ, সদস্য সচিব মোজাম্মেল হক

রাজবাড়ীতে মানববন্ধন ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী দিবস পালিত

গোয়ালন্দে ইউএনওকে বিদায় সংবর্ধনা

গোয়ালন্দে বেগম রোকেয়া দিবসে পাঁচ জয়ীতাকে সংবর্ধনা

গোয়ালন্দে ব্যবসায়ী হত্যায় গ্রেপ্তার খুনির আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি

রাজবাড়ীতে প্রণোদনার পেঁয়াজবীজ না গজানোয় চার হাজার কৃষকের মাথায় হাত, পুনর্বাসনের দাবি

হয়রানি বন্ধে পাংশার বিলপাড়া গ্রামে এলাকাবাসীর মানববন্ধন

গোয়ালন্দে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

গোয়ালন্দে পুলিশের চেকপোস্টে ৪৭ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার ১

কামরুল হাসান সভাপতি, মনিরুল হক সম্পাদক নির্বাচিত; বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা