ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ রাজবাড়ীতে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল এর প্রসিকিউটর বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় সংসদের সাবেক সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি প্রয়াত এ্যাড. জেয়াদ আল মালুম এর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (০৯ সেপ্টেম্বর) দুপুরে রাজবাড়ী গণতান্ত্রিক আইনজীবী সমিতির আয়োজনে শহরের পালকি রেষ্টুরেন্টে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। স্মরণসভায় এ্যাড. দেবাহুতি চক্রবর্তীর সভাপতিত্বে, এ্যাড. বাবন চক্রবর্তী সঞ্চালনায় বক্তব্য রাখেন রাজবাড়ী বার এসোসিয়েশনের সভাপতি এ্যাড. স্বপন কুমার সোম, এ্যাড. মাহবুব রহমান, এ্যাড. রেজাউল করিম রেজা, এ্যাড. বিপ্লব রায়, এ্যাড. রফিকুল ইসলাম রফিক প্রমুখ। সভায় বক্তারা জেয়াদ আল মালুম এর বর্ণাঢ্য জীবন নিয়ে আলোচনা করেন ও তাঁর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।