• ঢাকা
  • সোমবার, ২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬ সেপ্টেম্বর, ২০২১
সর্বশেষ আপডেট : ৬ সেপ্টেম্বর, ২০২১

রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের লিটন চক্রবর্তী সভাপতি ও এজাজ আহম্মেদ সম্পাদক পুনঃনির্বাচিত

অনলাইন ডেস্ক

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ী জেলার ৫ টি উপজেলায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সংবাদ কর্মীদের সংগঠন রাজবাড়ী জেলা রিপোর্টার্স ক্লাবের ২১ সদস্য বিশিষ্ট দ্বি-বার্ষিক নতুন কমিটি গঠিত হয়েছে। কমিটিতে এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি লিটন চক্রবতী সভাপতি এবং প্রথম আলোর জেলা প্রতিনিধি এজাজ আহম্মেদ সাধারণ সম্পাদক পদে পুনঃ নির্বাচিত হয়েছেন।

কমিটি গঠন উপলক্ষে গত শনিবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় জেলা শিল্পকলা একাডেমীর প্রশিক্ষণ কক্ষে দ্বি-বার্ষিক সম্মেলন ও সাধারণ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লিটন চক্রবর্তী। সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এজাজ আহম্মেদ। সভায় সর্বসম্মতিক্রমে কমিটি গঠন করা হয়।

কমিটির সহ সভাপতি পদে দৈনিক সংবাদের বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি সনজিত কুমার দাস, সমকালের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি আসজাদ হোসেন আজু, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান , যুগ্ম সাধারণ সম্পাদক পদে যুগান্তরের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি শামীম শেখ ও নয়াদিগন্তের বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক পদে চ্যানেল ২৪ ও দেশ রুপান্তর’র জেলা প্রতিনিধি সুমন বিশ্বাস, আমার সংবাদের জেলা প্রতিনিধি কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, অর্থ সম্পাদক পদে সোনালী বার্তার জেলা প্রতিনিধি মোকসেদুর রহমান মমিন, সাংস্কৃতিক সম্পাদক পদে মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমরান হোসেন মনিম, দপ্তর সম্পাদক পদে যমুনা টেলিভিশন ও জাগো নিউজের জেলা প্রতিনিধি রুবেলুর রহমান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে যায়যায়দিনের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি কুদ্দুস উল আলম,,সমাজ কল্যাণ সম্পাদক পদে ভোরের কাগজের কালুখালি উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলাম নির্বাচিত হন।

কার্য নির্বাহী পরিষদের সদস্যরা হলেন সিটিজেন টাইমস এর জেলা প্রতিনিধি শামীমা আক্তার মুনমুন, যায়যায়দিনের পাংশা উপজেলা প্রতিনিধি মাসুদ রেজা শিশির, যায়যায়দিনের কালুখালি উপজেলা প্রতিনিধি ফজলুল হক , ঢাকা প্রতিদিনের জেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন আরজু , গনকন্ঠের জেলা প্রতিনিধি আতিয়ার রহমান , ভোরের কাগজের বালিয়াকান্দি উপজেলা প্রতিনিধি শহিদুল ইসলাম মিলন এবং ভোরের কাগজের গোয়ালন্দ উপজেলা প্রতিনিধি আলিমুজ্জামান মিলন।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর