জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, রাজবাড়ীর পাঁচটি উপজেলার ১৩টি ইউনিয়নে পানিবন্দী গ্রামের সংখ্যা ৬৭, পরিবারের সংখ্যা ৭ হাজার ৫১৫। ইউনিয়নগুলো হলো রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর, খানগঞ্জ, চন্দনী, বরাট, গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া, উজানচর, দেবগ্রাম ও ছোট ভাকলা, পাংশা উপজেলার হাবাসপুর ও বাহাদুরপুর, কালুখালী উপজেলার রতনদিয়া ও কালিকাপুর এবং বালিয়াকান্দি উপজেলার নারুয়া। এসব পরিবারের অন্তত সাড়ে ২৮ হাজার মানুষ বসবাস করছে। জেলা প্রশাসনের উদ্যোগে প্রতিদিন পানিবন্দী পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, মহাদেবপুর, মধ্য মহাদেবপুর, চরনারায়ণপুর, স্লুইসগেট এলাকা, বেনিনগর, বড়চর বেনিনগর, মেছোঘাটা, সিলিমপুর, চরসিলিমপুর প্রভৃতি এলাকায় লোকালয়ে পানি প্রবেশ করেছে। এতে করে মানুষের যাতায়াতের ক্ষেত্রে দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাস্তার ধারে শুকনা স্থানে পানিবন্দী মানুষ গরু-ছাগল বেঁধে রেখেছেন। অনেকেই অভিযোগ করেন, তাঁরা কোনো ত্রাণ পাননি। কোনো জনপ্রতিনিধি তাঁদের দেখতে আসেননি।
মহাদেবপুর গ্রামের বাসিন্দা মো. শামীম বলেন, তাঁদের বাড়ির পাশেই বিদ্যালয়। বিদ্যালয় মাঠে কয়েক দিন ধরে পানি এসেছে। আগে একবার চলে গিয়েছিল। মাঠে পানি থাকায় ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারে না। সামনের রিংরোড ভেঙে গেছে বেশ আগে। ভাঙা রাস্তা দিয়ে লোকালয়ে পানি ঢোকা শুরু করেছে। কয়েক দিনের মধ্যে পুরো এলাকা প্লাবিত হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে।
একই গ্রামের বাসিন্দা আয়েশা বেগম বলেন, ‘আমার ছয়জন ছেলেমেয়ে। সবারই বিয়ে হয়ে গেছে। ছোট মেয়ের একটি সন্তান হওয়ার পর জামাই পাঠাই দিছে। সে আর আমি একটি ঘরে কোনোমতে থাকি। মেয়ে কাজ করে যা পায়, তাই দিয়ে সংসার চলে। আমরা কোনো সাহায্য সহযোগিতা পাই নাই।’
সালেহা বেগম নামের আরেক নারী বলেন, ‘বাড়িতে পানি উঠেছে সপ্তাহ দুয়েক। বাড়ি থেকে রাস্তায় ওঠার ভালো কোনো ব্যবস্থা নেই। অনেক দিন ধরে একটি রাস্তা করে দেওয়ার দাবি জানাচ্ছি। এতে করে চলাফেরায় খুব সমস্যা হচ্ছে। ঘর স্যাঁতসেঁতে হয়ে আছে। বাড়ির গবাদিপশু নিয়েও বিপাকে রয়েছি।’
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক বলেন, জেলায় পানিবন্দী পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত রয়েছে। ইতিমধ্যে জেলার ক্ষতিগ্রস্ত ৬ হাজার ৭৭৫ জনকে খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। আরও এক হাজার পরিবারের জন্য শুকনা খাবার এসেছে। পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে। আশা করছেন, ক্ষতিগ্রস্ত সবাই সহায়তা পাবেন।