নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ মানিকগঞ্জের হরিরামপুর উপজেলাধীন পদ্মা এবং যমুনা নদীর মোহনায় জেলেদের জালে ধরা পড়া প্রায় ২২ কেজি ওজনের বড় বোয়াল মাছ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরি ঘাটে ২৪০০ টাকা দরে বিক্রি হয়েছে। মাছটি কিনেন দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মো. শাহজাহান শেখ। তিনি দুপুরে মাছটি ২৫৫০ টাকা কেজি দরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ৬১ হাজার টাকায় বিক্রি করেন।
স্থানীয় মৎস্য জীবিরা জানান, শনিবার ভোরে জাল নিয়ে নদীতে মাছ শিকারে নামেন হরিরামপুর উপজেলার জেলে কাইয়ুম হালদার। জাল ফেলার পর ১০টার দিকে তুলতে গেলেই বড় একটি ঝাকি লাগলে বুঝতে পারেন বড় কোন মাছ ধরা পড়েছে। জাল টেনে নৌকার কাছাকাছি তোলার সময় দেখতে পান বড় এক বোয়াল। মাছটি তারা অনেকক্ষন সময় নিয়ে নৌকায় তুলেন। মাছটি পাওয়ার সাথে দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার মৎস্য ব্যবসায়ীদের সাথে যোগাযোগ করতে থাকেন কাইয়ুম হালদার। দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তের আড়তদার শাহজাহান শেখ মুঠোফোনেই কিনেন।
বেলা ১১টার দিকে মাছটি দৌলতদিয়া ফেরি ঘাটে নিয়ে হাজির হন জেলে কাইয়ুম হালদার। এসময় ওজন দিয়ে দেখতে পান বোয়ালটির ওজন হয়েছে প্রায় ২২ কেজি। ওই সময় শাহজাহান শেখ তার সাথে দরদাম করে ২৪০০ টাকা কেজি দরে ৫৭ হাজার ৬০০ টাকা দিয়ে বোয়ালটি কিনে নেন।
মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ বলেন, কাইয়ুম হালদারকে ২৪০০ টাকা কেজি দরে আমি ৫৭ হাজার ৬০০ টাকায় কিনে নিয়েছি। পরবর্তীতে দুপুর ১টার দিকে ঢাকার কাঁচপুর এলাকার শিল্পপতি কামরুল ইসলামের কাছে ২৫৫০ টাকা কেজি দরে মোট ৬১ হাজার ২০০ টাকায় বিক্রি করে দিয়েছে। তার আগে ওই শিল্পপতির সাথে মাছের দরদাম চূড়ান্ত হলে অর্ধেক টাকা তিনি বিকাশে পরিশোধ করেন। অবশিষ্ট টাকা মাছটি হাতে পাওয়ার পর পরিশোধ করবেন বলে জানান। কথা মতো দুপুরে আমি একজন লোক দিয়ে মাছটি বাসে তার কাছে পৌছানোর ব্যবস্থা করে দিয়েছি। এর আগে এই মৌসুমে ২৭ কেজি ওজনের একটি বোয়াল কিনতে পেরিছিল। এরপর এতবড় বোয়াল ধরা পড়ার খবর তার জানা নেই।
গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, পদ্মা এবং যমুনা নদীর বড় মাছ সবার কাছেই প্রিয়। পদ্মার মাছ অনেক সুস্বাদু হওয়ায় সব সময় চাহিদা থাকে একটু বেশি। আর যদি হয় এ ধরনের বড় বোয়াল মাছ তাহলে তো কথাই নেই। বর্ষা মৌসুম শেষে আরো অনেক বড় বড় দেশীয় প্রজাতির ভালো ভালো মাছ ধরা পড়বে বলে তিনি আশাবাদী।