• ঢাকা
  • বুধবার, ৪ঠা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩০ আগস্ট, ২০২১
সর্বশেষ আপডেট : ৩০ আগস্ট, ২০২১

পদ্মার ১৬ কেজির বোয়াল বিক্রি হলো ৩৬ হাজার টাকায়

অনলাইন ডেস্ক

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর জেলেদের জালে আটকা ১৬ কেজির এক বোয়াল বিক্রি হয়েছে ৩৬ হাজার ৮০০ টাকায়। সোমবার ভোরের দিকে উপজেলার উজানচর ইউনিয়নের মজলিশপুর এলাকার জেলে পলাশ হালদারের জালে মাছটি ধরা পড়ে। পরে সকালে দৌলতদিয়া ঘাট এলাকার মৎম্য ব্যবসায়ী শাহজাহান শেখ বোয়ালটি কিনে নেন।

স্থানীয় মৎস্যজীবিরা জানান, রোববার দিবাগত রাতে মজলিশপুর এলাকার জেলে পলাশ হালদার তার সঙ্গীদের সাথে করে পদ্মা নদীর মজলিশপুর এবং ফরিদপুর সদর উপজেলার কামরডাঙ্গী এলাকায় জাল ফেলেন। রাত শেষে সোমবার ভোরে জাল তুলতে গিয়ে এক ঝাকিতে বুঝতে পারেন বড় কিছু একটা আটকা পড়েছে। জাল টেনে নৌকায় তুলতেই দেখতে পান বড় এক বোয়াল ধরা পড়েছে। দ্রুত মাছটি বিক্রির জন্য মুঠোফোনে যোগাযোগ করতে থাকেন দৌলতদিয়া ফেরি ঘাট এলাকার ব্যবসায়ীদের সাথে। এ সময় দৌলতদিয়ার ৫নম্বর ফেরি ঘাট এলাকার শাকিল-সোহান মৎস্য আড়তের স্বত্ত্বাধিকারী শাহজাহান শেখ যোগাযোগ করে মাছটি ঘাটে আনতে বলেন। পরে তিনি পাইকারী দর হিসেবে ২২০০ টাকা কেজি দরে মাছটি ৩৫ হাজার ২০০ টাকায় কিনে নেন।

মৎস্য ব্যবসায়ী শাহজাহান শেখ জানান, পলাশ হালদার মাছটি পাওয়ার পর তার সাথে যোগাযোগ করতে থাকেন। ফেরি ঘাটে নিয়ে আসতে বললে তিনি ফেরি ঘাটে আনার পর ওজন দিয়ে দেখেন বোয়ালটির ওজন প্রায় ১৬ কেজি হয়েছে। পরে তিনি ফরিদপুরের মুধুখালী এলাকার জালাল আহম্মেদ নামক এক ইটভাটা মালিকের কাছে ২৩০০ টাকা কেজি দরে ৩৬ হাজার ৮০০ টাকায় বিক্রি করেন।

শাহজাহান শেখ আরো বলেন, এ ধরনের বড় বোয়াল মাছ খুব বেশি একটা ধরা পড়েনা। সাধারণত ৮-১০ কেজি ওজনের বোয়াল মাছ মাঝে মধ্যে পাওয়া যায়। ১৬ কেজি ওজনের পদ্মার বোয়াল খুব কমই ধরা পড়ে। মাছটি পাওয়ার পর জেলে পলাশ হালদার যেমন খুশি হয়েছেন। আমি কিনে কেজি প্রতি ১০০ টাকা করে লাভে বিক্রি করায় আমিও খুশি হয়েছি। মাছটি একটি মোটরসাইকেল যোগে মধুখালীতে পাঠানো হয়েছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ বলেন, এ ধরনের বোয়াল মাছ পাওয়াটা এ অঞ্চলের জেলে বা মৎস্যজীবিদের জন্য খুবই সুখের খবর। পদ্মা নদীর পানি কমতে থাকায় আরো বড় বড় বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যাবে বলে তিনি আশাবাদী।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর